তৃণমূলের কর্মিসভায় ধুন্ধুমার, প্রকাশ্য সাংসদের সঙ্গে তীব্র বচসা পঞ্চায়েত প্রধানের, ভণ্ডুল কল্যাণের সভা

শুভেন্দু অধিকারী বিজেপি গামী হওয়ার পরেই দলে অতি সক্রিয় হয়ে উঠেছেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। একাধিক সভা বিজেপিকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করে বারবার খবরের শিরোনামে উঠে এসেছেন তিনি। এবার উত্তরপাড়ায় নিজের কর্মিসভাতেই অপদস্থ হলেন তৃণমূল কংগ্রেস সাংসদ। প্রকাশ্যে তৃণমূল পঞ্চায়েত প্রধানের সঙ্গে বচসায় জড়ান তিনি। যার জেরে ভণ্ডুল হয়ে যায় কর্মিসভা।

প্রকাশ্যে কল্যাণের সঙ্গে বিবাদ

উত্তরপাড়ার কর্মিসভায় তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েক প্রধান আচ্ছেলাল যাদবে প্রকাশ্যে বিবাদ বাধে। কল্যাণ তাঁকে আক্রমণ করে বলেন, কানাইপুর পঞ্চায়েকে আচ্ছেলালের থাকা না থাকা দুই সমান। ভোটে কেবল একা তুমিই জিতবে আর এমএলএ, এমপিরা হারবে সেটা হবে না। প্রকাশ্যে কল্যাণের এই আক্রমণে ক্ষোভ উগরে দেন আচ্ছেলাল যাদবও।

কল্যাণকে আক্রমণ

উত্তরপাড়ার কর্মিসভা থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন কানাইপুরের পঞ্চায়েত প্রধান আচ্ছে লাল যাদবও। তিনি সাংসদকে কটাক্ষ করে বলেছেন, আপনি শ্যুট পড়লে দোষ। নেই আমি শ্যুট পড়লেই দোষ। কল্যাণ পাঁচ বছরে কানাইপুরের উন্নয়নে একটা টাকাও দেননি। ইচ্ছাকৃতভাবে হুগলি জেলাকে খারাপ করার জন্য কিছু লোককে অপমান করার চেষ্টা করেছেন বলেও অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত প্রধান।

ভণ্ডুল কর্মীসভা

সাংসদের সঙ্গে পঞ্চায়েক প্রধানের তীব্র বচসায় এক প্রকার ভণ্ডুল হয়ে যায় কর্মিসভা। আচ্ছেলাল মাঝ পথেই সভা ছেড়ে বেরিয়ে যান। তার সঙ্গে তঁার অনুগামীরাও সেখান থেকে চলে যান। কল্যাণ গুটি কয়েক কর্মিকে নিয়ে বাকি সভা শেষ করেন। এক প্রকার কর্মিসভায় ক্ষোভ বিক্ষোভ মেটাতে গিয়ে উল্টে আরও অশান্তিতে জড়িয়ে পড়েন শাসক দলের দুই নেতা। এই শাসক দলের অন্দরে এক প্রকার অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে।

কল্যাণের তীব্র ভাষা

কল্যাণের তীব্র ভাষা প্রয়োগ নিয়ে এর আগেও অস্বস্তি বেড়েছে শাসক দলের। শুভেন্দুকে আক্রমণ করতে গিয়ে তাঁর পরিবারকে নিয়েও আক্রমণ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। একাধিক সভায় কল্যাণের মন্তব্যে অস্বস্তি বেড়েছে। কল্যাণের একাধিক বিতর্কিত মন্তব্যের জন্য শাসক দল বিপাকে পড়েছে।

'দাড়ি রেখে মহাপুরুষ ভাব', বিজেপির তোলাবাজির জন্যই উত্তরাখন্ডে বিপর্যয়! মোদীকে টার্গেট কল্যাণের

More KALYAN BANERJEE News