সিএএ-এনআরসি হোক বা দিল্লির কৃষক আন্দোলন, একের পর ইস্যুতে ক্রমাগত কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগতে দেখা গিয়েছে রাহুল গান্ধীকে। যদিও তোপ দাগার ক্ষেত্রে রাজপথের থেকে বরাবরই সোশ্যাল মিডিয়াকেই বেশি পছন্দ করেছেন সোনিয়াপুত্র। এরজন্য পদ্মশিবিরের থেকে বারংবার খোঁচাও খেয়েছেন। এমতাবস্থায় এবার কৃষক আন্দোলনের আবহে দেশজুড়ে মোদী বিরুদ্ধে হাওয়া তুলতে সেই সোশ্যাল মিডিয়াকেই বাছলেন রাহুল। কার্যত দিলেন যুদ্ধের ডাক।
সোমবার বিকালে একটি ভিডিও পোস্ট করে নতুন বার্তা দিতে দেখা যায় রাহুলকে। যদিও এদিন রাহুলের মূল লক্ষ্য ছিল আদপে যুবসমাজ। দেশজোড়া হিংসা, ক্রমবর্ধমান দুর্নীতি, ঘৃণার বাতাবরণ, অরাজকতার বিরুদ্ধে আওয়াজ তুলতে এদিন যুবসমাজকেই সবার আগে এগিয়ে আসার ডাক দেন ১ মিনিট ১১ সেকেন্ডের ওই ভিডিও। সত্যের খোঁজে অবিচল থাকার লক্ষ্যে কংগ্রেসের সোশ্যাল মিডিয়া টিমে যোগ দেওয়ারও আহ্বান দিতে থাকেন তিনি। জুড়ে দেন #JoinCongressSocialMedia হ্যাশট্যাগও।
India needs non violent warriors to fight for truth, compassion & harmony. You are central to defending the idea of India.
— Rahul Gandhi (@RahulGandhi) February 8, 2021
Come, #JoinCongressSocialMedia in this fight.
India needs you! pic.twitter.com/DhBsHMKU22
প্রসঙ্গত উল্লেখ্য, বাংলা হোক বা কেরল দেশের প্রায় পাঁচ রাজ্যে ইতিমধ্যেই বেজে গিয়েছে বিধানসভা ভোটের দামামা। শেষ মূহূর্তের প্রস্ততিতে ঝাঁপাচ্ছে শাসক-বিরোধী সমস্ত দলই। এদিকে ২০১৪ লোকসভা নির্বাচন পরবর্তী সময়ে বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্যের হাত ধরে একাধিক নির্বাচনে বড়সড় সাফল্যের মুখ দেখেছে বিজেপি। নেট পাড়ার যুদ্ধে ক্রমেই পিছিয়ে পড়তে থাকে রাহুলের দল। এমতাবস্থায় সঙ্কটের কথা বুঝেই নতুন প্রস্তুতি শুরু করতে চাইছে কংগ্রেস। এমনটাই ধারণা ওয়াকিবহাল মহলে। এমনকী ভিডিওটির শেষে কংগ্রেস সোশ্যাল মিডিয়া টিমে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে একাধিক ওয়েবসাইট, টোল ফ্রি নম্বর, ইমেলও প্রদান করা হয়।
জোট সমঝোতা হয়েও কংগ্রেসের মাথাব্যথা হয়ে উঠছে এআইইউডিএফ! ভোটের আগেই তুঙ্গে শরিকিদ্বন্দ্ব