হলদিয়া : বর্তমান সরকার আগের সরকারগুলোরই মত। বাম সরকারের পুনরুজ্জীবন ঘটিয়েছে এখনকার তৃণমূল সরকার। হলদিয়ার সভা মঞ্চে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ভাষাতেই রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে বিঁধলেন। এদিন মোদী জানান বাম, কংগ্রেস ও তৃণমূল পর্দার পিছনে একজোট হয়ে ম্যাচ ফিক্সিং করছে। খুব দ্রুত এ রাজ্য থেকে তৃণমূলের তোলাবাজ ও সিন্ডিকেট রাজ শেষ হবে।

মোদী বলেন রাজ্যের জন্য যাঁরা সত্যি ভাবেন, চিন্তা করেন, তাঁরা বিজেপিতে আসছেন। বিজেপি সরকার ক্ষমতায় এলে সোনার বাংলা তৈরি করা হবে। কারণ বর্তমান তৃণমূল সরকারের হাতে ক্ষতি হচ্ছে বাংলার। রাজ্যের মানুষের ফুটবলপ্রেমের উল্লেখ করে মোদী বলেন একের পর এক ফাউল করে চলেছে মমতা সরকার। রাজ্যে প্রয়োজন আসল পরিবর্তন, যা একমাত্র বিজেপি সরকারই আনতে পারবে।

কেন্দ্রের পাশাপাশি রাজ্যেও বিজেপি সরকার দরকার, কারণ বাংলায় ডবল ইঞ্জিন সরকার প্রয়োজন। কেন্দ্রের পাঠানো অর্থ নয়ছয় করেছে বাংলার তৃণমূল সরকার। প্রধানমন্ত্রী সম্মাননিধি পেয়েছিল গোটা দেশ, কিন্তু বঞ্চিত ছিল বাংলার কৃষকরা বলে দাবি করেন প্রধানমন্ত্রী।

এদিন হলদিয়ার মঞ্চে দাঁড়িয়ে মোদী বলেন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, কিন্তু বাংলার দিদি এই ষড়যন্ত্রের কোনও জবাব দিচ্ছেন না। তবে দেশ এই ষড়যন্ত্রের জবাব দেবে। মা মাটি মানুষের কথা বলা সরকার, এখন ভারত মায়ের কথা শুনতে ও বলতে ভয় পায় বলে অভিযোগ মোদীর। মোদী বলেন ভারতমাতা কি জয় শুনলেই রেগে যান দিদি। এমনকী রাজ্যের উন্নয়নের কথা বললেও রেগে যান তিনি।

মমতা রাজ্যে পরিবর্তনের আশ্বাস দিলেও, তা পূরণ করেননি, বাংলার মানুষকে তাই জবাব দিতে হবে বলে তৃণমূল সরকারকে বলে এদিন দাবি করেন মোদী। প্রধানমন্ত্রী এদিন বলেন গোটা দেশ জানতে চায় কেন বাংলায় উন্নয়নের ধারা ধাক্কা খেল। বাংলার রাজনীতি উন্নয়নের গতি থমকে দিয়েছে।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

Caption: Work from Home এর বাস্তব ছবি নিয়ে আলোচনায় মনোরোগ বিশেষজ্ঞ অনিরুদ্ধ দেব।