মুকুল-শুভেন্দুদের আগমনে বিজেপি হয়েছে ‘পিটিপি’! দিলীপ-রাহুলরা এখন ‘সংখ্যালঘু’

বাংলার বিজেপি ভরে গিয়েছে প্রাক্তন তৃণমূলীদের নিয়ে। নিচুতলা থেকে উপরতলা সর্বত্রই প্রাক্তন তৃণমূলীদের দাপট। বঙ্গ বিজেপির মাথায় বলে আছেন দিলীপ ঘোষ, কিন্তু তাঁর সাঙ্গপাঙ্গরা সবাই মুকুল রায়ের অনুগামী, তৃণমূল বা অন্য দল থেকে আসা নেতা। হালে আবার শুভেন্দু অধিকারী যোগ দিয়েছেন বিজেপিতে। ফলে বিজেপিতে এখন মুকুল-শুভেন্দুদের জোয়ার।

দিলীপ-রাহুলরা এখন সংখ্যালঘু বিজেপিতে

মুকুল রায় তৃণমূলীদের ভেঙে যেভাবে বিজেপিতে এনেছেন, তাতে এক্স-তৃণমূলীদের নিয়েই এখন চলতে হচ্ছে দিলীপ ঘোষকে। দিলীপ ঘোষরা এখন বিজেপিতে সংখ্যালঘু হয়ে পড়েছেন। দিলীপ ঘোষের বিজেপিতে রাহুল সিনহা, সায়ন্তন বসু, দেবজিৎ সরকাররা প্রথমের সারিতে নেই। প্রথমের সারিতে সেই মুকুল-শুভেন্দু, অর্জুন-সব্যসাচীদেরই আনাগোনা।

বিজেপি দলের নাম এখন হয়েছে পিটিপি

অনেকে তো বিজেপি দলের নাম এখন চেঞ্জ করে পিটিপি হয়েছে বলে দাবি করেছে। পিটিপি অর্থাৎ প্রাক্তন তৃণমূল পার্টি। কেননা বঙ্গ বিজেপিতে এখন প্রাক্তন তৃণমূলীদেরই প্রাধান্য। যাদের দাপটে দিলীপ ঘোষরা সংখ্যালঘু হয়ে পড়েছেন। দিলীপ ঘোষ এখনও নেতৃত্বে থাকলেও রাহুল সিনহার মতই অবস্থা আদি বিজেপি নেতাদের।

এক্স তৃণমূলীরাই এখন বিজেপি এক্স ফ্যাক্টর

একুশের ভোটের আগে বিজেপিতে ভিড় বাড়ছে প্রাক্তন তৃণমূলীদের। এই এক্স তৃণমূলীরাই এখন বিজেপি এক্স ফ্যাক্টর হয়ে উঠেছেন। মাথায় রয়েছেন দিলীপ ঘোষ, তারপর তাঁর চারদিকে শুধুই প্রাক্তন তৃণমূলী। বর্তমানে বিজেপিতে তাঁদেরই আধিপত্য। সেই এক্স তৃণমূলীদের নিয়েই সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখছেন দিলীপ ঘোষ। কিন্তু দলে দিলীপ ঘোষের মতো আদিদের ভবিষ্যৎই অন্ধকারে ডুবে যেতে বসেছে।

দিলীপ ঘোষের ফেসবুক পেজে কমেন্টের ঝড়

দিলীপ ঘোষ সম্প্রতি ফেসবুক পেজে লিখেছেন বাংলায় প্রকৃত পরিবর্তন আনতে সক্ষম একমাত্র বিজেপি। এবার বিজেপি সোনার বাংলা গড়বে। তিনি লেখেন- আমরা এমন বাংলা চাই যেখানে মানুষ নিজের মতো রাজনীতি করতে পারবে, নিজের মতো ব্যবসা করতে পারবে, সিন্ডিকেটের বাড়বাডন্ত থাকবে না, স্কুলে শিক্ষক থাকবে, হাসপাতালে ডাক্তার থাকবে, এলাকায় বিদ্যুৎ থাকবে, পাইপ লাইনে জল থাকবে। এরপরই ফেসবুক পেজে কমেন্ট পড়তে শুরু করেছে।

তৃণমূলের সব্যসাচী যখন দিলীপের বিজেপিতে

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ওই ফেসবুক পোস্টের পরই নানা কমেন্ট পড়তে শুরু করেছে। সেখানে কেউ লিখেছেন পক্ষে, কেউ বিপক্ষে। যেমন একজন লিখেছে বিজেপির নেতৃত্বেই প্রকৃত পরিবর্তন হবে। বদলা নয় বদল হবে। ঠিক তেমনই অন্য একজন লিখেছেন, সিন্ডিকেটের প্রাণপুরুষ সব্যসাচী দত্তকে দলে নিয়ে কি সিন্ডিকেটমুক্ত বাংলা গড়া সম্ভব?

দিলীপের বিজেপিতে এখন মুকুল-শুভেন্দুর রাজ

দিলীপের ফেসবুক পোস্টের পর কমেন্টে মুকুল রায় ও শুভেন্দু অধিকারীকে নিয়েও কটাক্ষ করা হয়েছে। কমেন্টে লেখা হয়েছে- ঘুষ দুর্নীতির পুরোধা মুকুল রায়ও আপনার পাশে, টেট দুর্নীতির অধিকারীও আমার দলের জননেতা হয়েছেন এখন। এইসব এক্স তৃণমূল নেতাদের নিয়ে কতদূর এগোতে পারবে বিজেপি, তা নিয়ে প্রশ্ন রয়েই যায়।

বিজেপির আদিরা ক্ষুব্ধ তৃণমূল থেকে আসা নব্যদের নিয়ে

সম্প্রতি রাজ্যজুড়ে বিজেপির আদি কর্মীরা ক্ষোভ উগরে দিচ্ছেন তৃণমূল ও অন্যান্য দল থেকে বিজেপিতে যোগ দেওয়া নব্য তৃণমূলীদের নিয়ে। প্রাক্তন তৃণমূল নেতাদের অনেককেই মানতে চাইছেন না আদি বিজেপির নেতা ও কর্মীরা। প্রকাশ্যেই বিক্ষোভ হচ্ছে বহু জায়গায়। মুকুল রায়দের বিরুদ্ধেও উঠছে স্লোগান।

উত্তরাখণ্ডের বিধ্বংসী বিপর্যয় নিয়ে মমতা দিলেন কোন বার্তা! টুইট রাহুল থেকে জেপি নাড্ডাদের

More DILIP GHOSH News