নন্দকুমার: প্রধানমন্ত্রীর সফরের আগেই তাঁর নামাঙ্কিত ফ্লেক্স ছিঁড়ে দেওয়ার ঘটনা ঘটল। ঘটনা নন্দকুমার এলাকার। রবিবার পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়াতে জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আসার আগেই নন্দকুমারে ফ্লেক্স নষ্টের অভিযোগ ঘিরে রাজনৈতিক চাপানউতোর চলছে।

মোদীর সভাকে কেন্দ্র করে ইতিমধ্যে জেলার বিভিন্ন প্রান্তে ফ্লেক্স ও ব্যানারে মুড়ে ফেলা হয়েছে। শনিবার রাতে সেই সমস্ত ফ্লেক্স ব্যানার নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার জাতীয় সড়ক সংলগ্ন এলাকায়।

এই এলাকায় মোদীর সভার জন্য স্থানীয় বিজেপি কর্মীরা বেশকিছু ফ্লেক্স লাগায়। সেই সমস্ত ফ্লেক্স তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রাতের অন্ধকারে ছিঁড়ে দেয় বলে তাদের অভিযোগ। যদিও তৃণমূল অভিযোগ মানতে নারাজ।

বিস্তারিত আসছে…

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

Caption: Work from Home এর বাস্তব ছবি নিয়ে আলোচনায় মনোরোগ বিশেষজ্ঞ অনিরুদ্ধ দেব।