শিলাবৃষ্টির পর থেকে জাঁকিয়ে শীত! উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার রিপোর্ট একনজরে

শনিবারের তাপমাত্রা খানিকটা উর্ধমুখী হলেও তা স্বাভাবিকের থেকে থেকে কিছুটা হলেও কম ছিল। শনিবার কলকাতার তাপমাত্রা ১৫.২ ডিগ্রি ছিল। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। তবে শনিবার পার হতেই রবিবার রয়েছে কিছু এলাকায় শিলাবৃষ্টির পূর্বাভাস । একনজরে দেখা যাক আবহাওয়ার পূর্বাভাস।

রবিবাসরীয় বৃষ্টি কোন কোন জেলায়?

আবহাওয়া দফতর সূত্রের খবর, রাজ্যের একাধিক জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্র বিদ্যুৎ সহ। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বঁকুড়া, পুরুলিয়া, হুগলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কলিম্পংয়েও। এছাড়াও বেশ কিছু জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনাও দেখা দিচ্ছে।

পারদ কতটা নামবে আগামী সপ্তাহে?

হাওয়া অফিস জানিয়েছে আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রায় কোনও পরিবর্তন দেখা যাবে না। তরপর ২ দিন ধরে তাপমত্রা অবশ্য ২ থেকে ৪ ডিগ্রি নামবে। এরপর বুধবার পর্যন্ত ব্যাট হাতে কার্যত এভার বাউন্ডারির ঝলক দিতে পারে শীত! সঙ্গে উইকেটের অপর প্রান্ত থেকে যোগ্য সঙ্গত দিতে পারে কুয়াশা।

কলকাতার তাপমাত্রা

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস। যা শনিবারের তুলনায় ২ ডিগ্রি বেশি। তবে এর সঙ্গেই বৃষ্টির দাপট সম্পন্ন হলে রাজ্যজুড়ে তুমুল হারে নামবে তাপমাত্রার পারদ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

বাঁকুড়া ১৪.৪

ক্যানিং ১৬.৪

কোচবিহার ৯.৭

দার্জিলিং ৩.৪

দীঘা ১৫.৪

মালদা ১৫.১

দমদম ১৬.৭

শ্রীনিকেতন ১৪.০

More WEST BENGAL News