চেন্নাই টেস্টে ভারতের ম্যাচ বাঁচানোর মরিয়া লড়াই, শতরান ফেলে এলেন পন্থ, লড়ছেন অশ্বিন-সুন্দর

চেন্নাইয়ে ভারত-ইংল্যান্ড (India vs England) প্রথম টেস্টের আজ তৃতীয় দিনে সারাদিনে পড়ল মোট ৮ উইকেট। এর আগে প্রথম দুই দিনে পড়েছিল মোট ৮ উইকেট। খুব বড় অঘটন না ঘটলে এই টেস্ট ইংল্যান্ড হারছে না এটা নিশ্চিত। ভারত এখন ফলো অন বাঁচানোর লড়াই লড়ছে। প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৫৭৮ রানের জবাবে দিনের শেষে ভারতের স্কোর ৬ উইকেটে ২৫৭ রান। ক্রিজে আছেন রবিচন্দ্রন অশ্বিন ও ওয়াশিংটন সুন্দর । ডম বেস চারটি ও জোফ্রা আর্চার দুটি উইকেট পেয়েছেন। তবে উইকেট যেভাবে আচরণ করছে, বল ঘুরছে তাতে ভারতকে ফলো অন না করিয়ে সামনে বড় টার্গেট রেখে তা তাড়া করার চ্যালেঞ্জ দিতে পারে জো রুটের ইংল্যান্ড। টপ অর্ডারের ব্যর্থতাই ভারতের কাজটা এদিন কঠিন করে দিয়েছে। সুবিধাজনক জায়গায় রয়েছেন রুটরা।

লাঞ্চের আগে জোফ্রা আর্চার ও লাঞ্চের পর ডম বেসের জোড়া ধাক্কায় ৭৩ রানের মধ্যে চার উইকেট হারিয়ে বিপাকে পড়েছিল ভারত। এরপর থেকে ভারতকে টানতে থা্কে পূজারা-পন্থ জুটি। অজিঙ্ক রাহানে ফেরার পর ব্যাট করতে নেমে আক্রমণের রাস্তা বেছে নেন ঋষভ পন্থ (Rishabh Pant), চাপ কাটানোর কৌশল হিসেবে।

লিচের বলে পাঁচটি বিশাল ছক্কাও হাঁকিয়েছেন তিনি। চা বিরতির আগে ১০৬ বল খেলে কেরিয়ারের ২৯তম তথা শেষ ৫ ইনিংসে চতুর্থ অর্ধশতরান পূর্ণ করেন চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)। এর একটু পরেই ৪০ বলে কেরিয়ারের পঞ্চম হাফ সেঞ্চুরি পূর্ণ করেন পন্থ, চারটি চার ও চারটি ছক্কার সাহায্যে ।

চা বিরতিতে ভারতের স্কোর ৪ উইকেটে ১৫৪। দলের ১৯২ রানের মাথায় পূজারার উইকেট হারায় ভারত। ডম বেসের বলে পুল মারতে গিয়ে ব্যক্তিগত ৭৩ রানে আউট হন তিনি। মারমুখী ব্যাটিং করতে গিয়ে ভারতকে লড়াইয়ে রাখলেও শেষে শতরান মাঠে ফেলে আসতে হয় ঋষভ পন্থকে। ৯টি চার ও ৫টি ছয়ের সাহায্যে ৮৮ বলে ৯১ রান করার পর বেসের বল তুলে মারতে গিয়ে লিচের হাতে ক্যাচ দিয়ে বসেন তিনি। এই নিয়ে তিনবার পন্থ নব্বইয়ের ঘরে আউট হলেন।

তবে জ্যাক লিচের বিরুদ্ধে যেভাবে কাউন্টার অ্যাটাকিংয়ের মাধ্যমে তাঁকে ছন্দে আসতে দেননি পন্থ তার প্রশংসা করেছেন সুনীল গাভাসকার থেকে গৌতম গম্ভীর। সানি বলেছেন, কেয়ারফ্রি আর কেয়ারলেসের মধ্যে সূক্ষ্ম ফারাক সম্পর্কে সজাগ থাকলেই ব্যাট হাতে আরও ধারাবাহিক হবেন পন্থ। তবে লিচের বিরুদ্ধে তাঁর ব্যাটিং ,সত্যিই উপভোগ করা গিয়েছে। দলের ২২৫ রানের মাথায় ফেরেন পন্থ।এদিন অশ্বিনের আগে ব্যাট করতে নেমে দিনের শেষে ৩৩ রানে অপরাজিত আছেন ওয়াশিংটন সুন্দর। ৫৪ বল খেলে ৮ রানে অপরাজিত আছেন অশ্বিন।

ভারতীয় ইনিংসের তৃতীয় ওভারে রোহিত শর্মা (Rohit Sharma)-র উইকেট হারায় ভারত। ইনিংস বিরতিতে লাইট রোল চেয়েছিল ভারত। তবে রুটের হুঙ্কার যে ফাঁকা ছিল না তা বোলিং করতে এসে দেখাচ্ছেন জোফ্রা আর্চার (Jofra Archer) । মাঝেমধ্যেই চিপকের ফ্ল্যাট উইকেটে ভারতীয় ব্যাটসম্যানদের সমস্যায় ফেলছেন। ভারতের মাটিতে টেস্টে নিজের প্রথম স্পেলের দ্বিতীয় ওভারেই তিনি ফিরিয়ে দিয়েছেন রোহিতকে।

রোহিত যে বলে আউট হন তার আগের বলেই চার মেরেছিলেন। কিন্তু দুরন্ত কামব্যাক করে রোহিতের উইকেটটি তিনি তুলে নেন। ব্যর্থ রোহিত মাত্র ৬ রানে আউট হলেও অস্ট্রেলিয়ার মাটিতে ভালো ফর্ম অব্যাহত রেখে আত্মবিশ্বাসের সঙ্গেই ব্যাটিং করছিছেন অপর ওপেনার শুভমান গিল (Shubman Gill)। একদিনের মেজাজে ব্যাট করে ইংল্যান্ড পেসারদের উপর পাল্টা চাপ তৈরিই লক্ষ্য ছিল। পাঁচটি দৃষ্টিনন্দন বাউন্ডারিও মারেন। কিন্তু মিড অনে জেমস অ্যান্ডারসনের নেওয়া দুরন্ত ক্যাচের সুবাদে গিলের উইকেট তুলে নেন আর্চারই।

ড্রাইভ মারতে গিয়ে ২৮ বলে ২৯ রানে আউট হন গিল। লাঞ্চের পর প্রথমে বিরাট কোহলি (Virat Kohli)-কে ফেরান ডম বেস, মাত্র ১১ রান করেন ভারত অধিনায়ক। তাঁর ডেপুটি অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)-কে ফেরান বেস-ই। মাত্র ১ রান আসে রাহানের ব্যাট থেকে। ঝাঁপিয়ে পড়ে এক হাতে রাহানের দুরন্ত ক্যাচ নেন ইংল্যান্ড অধিনায়ক রুট। এর আগে, ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় ৫৭৮ রানে। তা আরও ৭ রান আগে শেষ হতে পারত যদি না রবিচন্দ্রন অশ্বিনের বলে লিচের স্টাম্প আউটের সহজ সুযোগ হাতছাড়া করতেন কিপার ঋষভ পন্থ। এদিন সকালে ব্যক্তিগত ৩৪ রানে জশপ্রীত বুমরাহ-র বলে লেগ বিফোর হন ডম বেস।

শেষে জেমস অ্যান্ডারসনকে বোল্ড করেন অশ্বিন। জ্যাক লিচ অপরাজিত থাকেন ১৪ রানে। সবমিলিয়ে ১৯০.১ ওভার খেলেছে ইংল্যান্ড। বুমরাহ ও অশ্বিন তিনটি করে উইকেট পেয়েছেন। ইশান্ত শর্মা ও শাহবাজ নাদিমের ঝুলিতে ২টি করে উইকেট।

More INDIA VS ENGLAND 2021 News