LIVE

Live: উত্তরাখণ্ডে তুষার ধসের জেরে হতাহত ১০০ থেকে ১৫০ ছাড়াতে পারে,চড়ছে আশঙ্কা

বিধ্বংসী তুষার ধস এদিন চোখের নিমেষে উত্তরাখণ্ডের বুকে একের পর এক বাড়ি ঘর ভাঙতে শুরু করে। মুহূর্তে ১০০ থেকে ১৫০ জনের মতো মানুষের হতাহত হওয়ার আশঙ্কা শুরু হয়েছে। এমন এক পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রক থেকে শুরু করে স্থানীয় প্রশাসন নিতে শুরু করেছে একাধিক ব্যবস্থা। ঘটনায় নরেন্দ্র মোদীর তরফেও এসেছে আশ্বাসবার্তা।

Newest First Oldest First
2:29 PM, 7 Feb
উত্তরাখণ্ডের ঘটনার জেরে রাহুল গান্ধীর তরফে এসেছে বড় বার্তা। কংগ্রেসের কর্মীরা যাতে উদ্ধার কাজে হাত লাগান, তার বার্তা দেওয়া হয়েছে।
2:24 PM, 7 Feb
উত্তরাখণ্ড তুষার ধসের ঘটনায় হেল্পলাইন নম্বর 1070, 9557444486
2:17 PM, 7 Feb
উত্তরাখণ্ডে নিখোঁজদের খোঁজে চপার নামাল সেনা।
2:17 PM, 7 Feb
উত্তরাখণ্ডের পরিস্থিতি নিয়ে কেন্দ্রের তরফে যাবতীয় সাহায্যের আশ্বাস নির্মলা সীতারমনের।
2:14 PM, 7 Feb
'দেবভূমি'উত্তরাখণ্ড রক্ষায় কেন্দ্রের তরফে যাবতীয় আশ্বাসের বার্তা অমিত শাহের। তিনি জানান গোটা পরিস্থিতি নিয়ে তিনি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র রাওয়াতের সঙ্গে কথা বলেছেন।
2:07 PM, 7 Feb
যোশিমঠে এদিন সকালেই বিধ্বংসী হড়পা বানের পর পরিস্থিতি সামলাতে এনডিআরএফের দল ময়দানে নামে।
2:06 PM, 7 Feb
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, উত্তরাখণ্ডের পাশে রয়েছে গোটা দেশ। তিনি যাবতীয় আশ্বাসের কথা জানিয়েছেন কেন্দ্রের তরফে।
2:05 PM, 7 Feb
উত্তরাখণ্ডের পরিস্থিতির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী।
2:04 PM, 7 Feb
এদিকে, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র রাওয়াত জানিয়েছেন, সেখানের রিনিগ্রামে যে গঙ্গা প্রজক্টের কাজ হচ্ছিল সেখানে ১৫০ জন কর্মী কর্মরত ছিলেন। এদিনের ভয়াবহ ঘটনায় সেই প্রজেক্ট ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করা হচ্ছে।
2:02 PM, 7 Feb
নন্দাদেবী হিমবাহে ভেঙে যে বান এসেছে তাতে একটি বাঁধ ইতিমধ্যেই ভেঙে এগিয়ে গিয়েছে জলরাশি।
2:02 PM, 7 Feb
প্রসঙ্গত মনে করা হচ্ছে , উত্তরাখণ্ডে হিমবাহে ফাটলের জেরে যে হড়পা বান দেখা গিয়েছে তাতে ১০০ থেকে ১৫০ জন হতাহত হতে পারেন।

More INDIA News