মোবাইলের বাজারে অত্যন্ত জনপ্রিয় একটি নাম স্যামসং। ইতিমধ্যে তাদের তরফে ভারত সহ আন্তর্জাতিক বাজারে ফোনের সঙ্গেও আনা হয়েছে অন্যান্য গ্যাজেট। যা যথেষ্ট জনপ্রিয় হয়েছে ক্রেতা মহলে। এছাড়াও অন্যান্য বেশ কিছু গ্যাজেট আনা হয়েছে তাদের তরফে। তবে এবারে জানা গিয়েছে ক্রেতাদের কথা ভেবে লঞ্চ করা হল samsung galaxy m12 ফোন।

নতুন এই ফোন নিয়ে ইতিমধ্যে ক্রেতাদের মধ্যে দেখা গিয়েছে তীব্র আকর্ষণ। এর আগেও একাধিকবার স্যামসং এর তরফে লঞ্চ করা একাধিক ফোন নিয়ে ক্রেতাদের মধ্যে দেখা গিয়েছিল তীব্র আকর্ষণ। এর আগে গত বছরেও স্যামসং এর তরফে লঞ্চ করা হয়েছিল galaxy m11 ফোন।

যা নিয়ে ক্রেতাদের মধ্যে শুরু হয়েছিল আকর্ষণ। পাশপাশি গত বছরেই অনুমান করা হয়েছিল লঞ্চ করা হবে তাদের আগামী সিরিজ। সেই মত লঞ্চ করা হয়েছে samsung galaxy m12 সিসিরজ। আর প্রত্যাশামতই এই ফোনে রয়েছে একাধিক সুবিধাও।

এই ফোনের দাম এখনো জানা না গেলেও মনে করা হচ্ছে দ্রুত প্রকাশ করা হবে এই ফোনের দাম। পাশপাশি এখনো পর্যন্ত এই ফোন কবে নাগাদ ভারত সহ অন্যান্য দেশে লঞ্চ করা হবে তা জানা যায়নি। তবে লঞ্চ করার কিছুদিনের মধেয়ি স্যামসং এর তরফে ফোন দ্রুত আনা হয়ে থাকে আন্তর্জাতিক বাজারে সেই মত মনে করা হচ্ছে দ্রুত এই ফোন লঞ্চ করা হবে আন্তর্জাতিক বাজারেও।

এমনকি ভারতের বাজারেও আনা হবে এবং নাগালের মধ্যে এই ফোনের দাম রাখা হবে। এই ফোনে থাকবে ডুয়েল ন্যানো সিমের সুবিধা। সঙ্গে থাকবে ৬. ইঞ্চি ডিসপ্লের সুবিধা।

এছাড়াও এই ফোনে থাকবে উন্নত সফটওয়্যারের সুবিধাও। এছাড়া এই ফোনে থাকবে exynos 850 soc এর সুবিধা। পাশপাশি এই ফোনে থাকবে উন্নত ক্যামেরার সুবিধাও। মনে করা হচ্ছে নাগালের মধ্যেই এই ফোন লঞ্চ করা হবে ভারতের বাজারেও। আর তাঁর ফলে ক্রেতাদের কাছে যথেষ্ট জনপ্রিয় হবে এই ফোন।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

Caption: Work from Home এর বাস্তব ছবি নিয়ে আলোচনায় মনোরোগ বিশেষজ্ঞ অনিরুদ্ধ দেব।