অনেকেই বলেন শীতকালে তাঁদের মাথায় খুশকি হয়। এজন্য তাঁরা নানান টোটকা ব্যবহার করেন ঠিকই। কিন্তু তাতে কাজের কাজ খুব একটা হয় না। এমতাবস্থায় উপায় কী? খুশকির সমস্যায় প্রায়ই বিব্রত হতে হয় ভুক্তভোগীকে। কোনও অনুষ্ঠানে গেলে মাথার চুলে যদি খুশকি বেরিয়ে থাকে। তবে তা মোটেই সৌন্দর্য বৃদ্ধি করে না।

এক্ষেত্রে উপায় কী রয়েছে? বর্তমানে অনেকেই অনলাইনে জিনিস পত্র কেনাকাটা করেন। তাই দূরে কোথাও না গিয়ে এই পরিষেবার ওপর ভরসা করলেই কিন্তু কাজ হাসিল হতে পারে। নানান টোটকা ব্যবহার করলেও খুশকি কমতে পারে ঠিকই, কিন্তু তার জন্য প্রতিদিন লাগাতার পরিশ্রম করতে হবে। তার জায়গায় যদি অনলাইনে ছোট্ট অর্ডারে কাজ হয়ে যায়, তাতে ক্ষতি কী?

নানান ভাবে বাগে আনা যায় খুশকি। শ্যাম্পু ব্যবহার করা যেতে পারে, তেল ব্যবহার করা যেতে পারে। আবার যারা এ দুটোর কোনোটাইতেই স্বাছন্দ্য বোধ করেন না তাঁদের জন্য রয়েছে অ্যান্টি ড্যানরফ হেয়ার ক্রিম।

এবার একটি একটি করে দেখে নেওয়া যাক এই জিনিসগুলি সম্পর্কে

 

অ্যান্টি ড্যানরফ শ্যাম্পু- বাজারে প্রচলিত অ্যান্টি ড্যানরফ শ্যাম্পু হিসেবে বেশ কয়েক্টী জনপ্রিয় নামীদামী কোম্পানি রয়েছে। সেগুলি কিনে নিয়মিত ব্যবহার করলে খুশকির সমস্যা থেকে মুক্তি লাভ সম্ভব। এক্ষেত্রে সপ্তাহখানেক সময় লাগবে। শ্যাম্পু দিতে হবে নিয়ম মতো। তবেই হবে কাজ। কোনও একটি কোম্পানির শ্যাম্পুতে কাজ না হলে অন্য কোম্পানি ব্যবহার করতে পারেন। তবে খেয়াল রাখবেন সেটি যেন অ্যান্টি ড্যানরফ শ্যাম্পু হয়।

 

অ্যান্টি ড্যানরফ হেয়ার অয়েল – এমন কিছু অ্যান্টি ড্যানরফ হেয়ার অয়েল আছে জেগুলিস খুশকি নিয়ন্ত্রণে আনতে সক্ষম। সেগুলি নিয়মিত ব্যবহার করলে খুশকি দূরে যায়। এক্ষেত্রে ভিঙ্গরাজ ও আমলার তেল অনেক বেশি কার্যকর। অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য সহ তেল ব্যবহার করতে হবে, যা খুশকি পরিষ্কার করে।

 

অ্যান্টি ড্যানরফ হেয়ার ক্রিম – এমন কিছু অ্যান্টি ড্যানরফ হেয়ার ক্রিম রয়েছে জেগুলি খুশকি নিয়ন্ত্রণে দারুণ কার্যকর। এই ক্রিমগুলি সাধারণত পুরুষ-মহিলা লোকেদের সব ধরনের চুলের ক্ষেত্রে কাজ করে। একই সঙ্গে এতে চুকের বৃদ্ধিও হয়।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

Caption: Work from Home এর বাস্তব ছবি নিয়ে আলোচনায় মনোরোগ বিশেষজ্ঞ অনিরুদ্ধ দেব।