উত্তরপ্রদেশে জারি হাই অ্যালার্ট! তুষার ধসে বিপর্যস্ত উত্তরাখণ্ডের প্রতিবেশী রাজ্যে কী ঘটছে

উত্তরাখণ্ডের যোশিমঠে এদিন বিধ্বংসী তুষার ধসের জেরে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার ফলে প্রতিবেশী উত্তরপ্রদেশকেও হাই অ্যালার্টে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এদিন গঙ্গা তীরবর্তী উত্তরপ্রদেশের একাধিক জায়গায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে।

উত্তরপ্রদেশ সরকারের তরফে জানানো হয়েছে, গঙ্গা সহ বাকি নদীর জলের উচ্চতা নিয়ে যেন অবশ্যই নজরদারি চালানো হয় স্থানীয় স্তরে। প্রসঙ্গত, উত্তরাখণ্ডের ধৌলি গঙ্গা নদীতে ব্যাপক বন্যার সঞ্চার করেছে হিমবাফে ফাটল। আর তার জেরেই ক্রমেই নদী বেয়ে নেমে আসছে বিপুল জলরাশি। আগামী ২৪ ঘণ্টায় জলরাশি র পরিস্থিতি গঙ্গায় কেমন থাকে, সেদিকে নজর রেখে প্রশাসন বন্দোবস্ত করতে পারে বলে মনে করা হচ্ছে।

প্রয়োজনে উত্তরপ্রদেশে গঙ্গা তীরবর্তী এলাকা ফাঁকা করা হতে পারে বলেও খবর আসে। এদিকে, ঋষি গঙ্গা প্রজেক্টে ১৫০ জন কর্মী উত্তরাখণ্ডে এদিন কর্মরত ছিলেন বলে খবর। আর সেই ঘটনা ঘিরে অন্ততপক্ষে ১৫০ জনের নিখোঁজের ঘটান বিভিন্ন আশঙ্কা তৈরি করেছে।

More UTTARAKHAND News