দিব্যেন্দুকে 'টোপ'! হলদিয়ার সরকারি মঞ্চ থেকে কি 'রাজনীতি'র বার্তা মোদীর

হলদিয়ায় দলের সভায় ভাষণ দিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi) চলে যান সরকারি অনুষ্ঠানে যোগ দিতে। সেখানে তিনি উড়ালপুলের উদ্বোধনের পাশাপাশি পেট্রোলিয়ামমন্ত্রকের পরিকল্পনার শিলান্যাস করেন। সেখানে তাঁর সঙ্গে সাক্ষাত হয় স্থানীয় তৃণমূল (trinamool congress) সাংসদ দিব্যেন্দু অধিকারীর (dibyendu adhikari) সঙ্গেও।

হলদিয়ায় মোদী

এদিন হলদিয়া থেকেই ২০২১-এর নির্বাচনের জন্য প্রচার শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নির্বাচনে বিজেপি যে জিতবে সেব্যাপারে নিশ্চিত মোদী। এদিনের সভা থেকে তিনি তৃণমূলের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন। আম্ফানের কেন্দ্রের টাকা নয়ছয়ের অভিযোগে মামলা যে আদালতে রয়েছে প্রধানমন্ত্রী সেকথাও স্মরণ করিয়ে দেন। হামলা থেকে লুটপাট, সবই তৃণমূল করছে বলে তিনি অভিযোগ করেন। মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, ভারতমাতায় জয় শুনতে তিনি রেগে যান। কিন্তু যাঁরা দেশের বিরুদ্ধে তাঁদের বিরুদ্ধে কোনও কথাই বলেন না। বাংলার মানুষ পিসি ভাইপোকে ক্ষমতা থেকে সরাবে বলেও মন্তব্য করেন তিনি।

হলদিয়ায় সরকারি অনুষ্ঠানে মোদী

এই সভার পরেই প্রধানমন্ত্রী চলে যান পেট্রোলিয়াম মন্ত্রকের অনুষ্ঠানে। সেখানে তিনি হলদিয়া পরিশোধনাগারের দ্বিতীয় ক্যাটালিটিক-আইসোডিওয়াকসিং ইউনিটের শিলান্যাসের পাশাপাশি ৪১ নম্বর জাতীয় সড়কের ওপরে ৪ লেনের উড়ালপুলের উদ্বোধনও করেন।

সরকারি অনুষ্ঠানেই দিব্যেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাত

বাড়ির মেজদা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেও, তিনি এখনও তৃণমূলেই আছেন। আর সরকারি অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন স্থানীয় সাংসদ হিসেবে। দলের নেত্রী প্রধানমন্ত্রীর অনুষ্ঠান এড়িয়ে গেলেও হাজির ছিলেন দিব্যেন্দু অধিকারী। সরকারি অনুষ্ঠানের পরে প্রধানমন্ত্রীর সঙ্গে দিব্যেন্দু অধিকারীর সৌজন্য সাক্ষাত হয়। সূত্রের খবর অনুযাযী, প্রধানমন্ত্রী তাঁকে দিল্লিতে গিয়ে দেখা করতে বলেছেন। পাশাপাশি কোনও অসুবিধা হলে সরাসরি তাঁকে জানাতে বলেছেন। তাঁকেও প্রধানমন্ত্রী ভাল করে কাজ করতে বলেছেন বলে জানা গিয়েছে। প্রসঙ্গত শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে দিব্যেন্দু অধিকারীর বিজেপিতে যোগদান নিয়েও জল্পনা জোরদার হয়েছে।

মোদীর সাক্ষাৎ শুভেন্দু, রাজীবের সঙ্গেও

প্রধানমন্ত্রীর সঙ্গে এদিন মঞ্চেই সাক্ষাত হয় শুভেন্দু অধিকারী ও রাজীব বন্দ্যোপাধ্যায়ের। দুজনে প্রধানমন্ত্রী পা স্পর্শ করতেই প্রধানমন্ত্রী তাঁদের বুকে টেনে নেন। সেই সময় তাঁদের ঘিরে দাঁড়িয়ে দিলীপ ঘোষ, মুকুল রায়, কৈলাশ বিজয়বর্গীয়। শুভেন্দু অধিকারীর সঙ্গে প্রধানমন্ত্রী আগে থেকেই আলাপ থাকলেও, এদিন রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাপ করিয়ে দেন কৈলাশ বিজয়বর্গীয়। এই দুজনের খবর যে তিনি রাখেন তা প্রধানমন্ত্রী জানিয়ে দেন। তিনি দুজনরে কাজের প্রশংসার পাশাপাশি আরও ভাল করে কাজ করার পরামর্শ দিয়েছেন বলে সূত্রের খবর।

শুভেন্দু-রাজীবকে বাংলা জয়ের 'মন্ত্র' দিলেন মোদী! লড়াই শুরু হলদিয়া থেকে

More NARENDRA MODI News