‘মমতা’ ছিল না, শুধু ‘নির্মমতা’ ফুটে উঠেছে বাংলায়
নরেন্দ্র মোদী বলেন, রাজ্যে মমতার সরকারের আমলে বিগত ১০ বছরে ‘মমতা' বলে কিছু ছিল না, শুধু ‘নির্মমতা' ফুটে উঠেছে বাংলায়। বাম জমানার অপরাধ-হিংসা-দুর্নীতি ফের ফিরে এসেছিল তৃণমূল আমলে। বাংলায় সেই অপরাধ-হিংসার নির্মমতা ফুটে উঠেছিল। তাই রাজ্যের এই সরকারকে বদলে দিতে হবে। হলদিয়ার মাটি থেকেই প্রকৃত পরিবর্তনের ডাক দিলেন তিনি।
হিংসা, দুর্নীতির পুনর্জন্ম পেয়েছিল মমতা দিদির হাতে
প্রধানমন্ত্রী বলেন, মমতা দিদির উপর ভরসা করেছিল বাংলা। তাই তাঁর নেতৃত্বে বাংলায় পরিবর্তন এনেছিল। কিন্তু মমতার সরকারের প্রথম বর্ষেই প্রমাণ হয়ে গিয়েছিল প্রকৃত পরিবর্তন আসেনি। হিংসা, দুর্নীতির পুনর্জন্ম হয়েছিল মমতা দিদির হাত ধরে। আদতে বাম সরকারেরই পুনর্জন্ম হয়েছিল। পরিবর্তন আসার পরও। মমতার নির্মমতা প্রকট হয়ে উঠেছিল।
মমতাদিদি এখন ভারত মাতার নাম শুনলেই রেগে যান
প্রধানমন্ত্রী মোদীর কথায়, মা-মাটি মানুষের স্লোগান তুলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মমতাদিদি এখন ভারত মাতার নাম শুনলেই রেগে যান। ভারত মাতার জয় বললেও রেগে যান মমতা, কিন্তু দেশদ্রোহীদের কথায় দিদি রেগে যান না। দেশের বিরুদ্ধে যড়যন্ত্র চলছে, তবু দিদি চুপ।
বিপর্যয়ের সময়ও দুর্নীতি করেছে তৃণমূল সরকার
মমতার সরকারে বিরুদ্ধে দুর্নীতির বাণ হেনে নরেন্দ্র মোদী বলেন, বিপর্যয়ের সময়ও দুর্নীতি করেছে তৃণমূল সরকার। কেন্দ্র সরকার গরিব-কিষাণদের হাতে অন্ন তুলে দিতে রেশন পাঠিয়েছে। কিন্তু রাজ্যের সরকার সেই রেশন ব্যবস্থা গরিবের হাতে তুলে দিতে ব্যর্থ হয়েছে। গরিবদের রেশন লুঠ হয়েছে রাজ্যের শাসকদলের হাতে। কেন্দ্রের পাঠানো অর্থ নয়ছয় হয়েছে।
তৃণমূল ব্যর্থ, বাংলার উন্নয়নে ডাবল ইঞ্জিন সরকার চাই
নরেন্দ্র মোদী বলেন, বিজেপি সরকার এলেই আসল পরিবর্তন হবে। রাজ্যের তৃণমূল সরকার পরিষেবা দিতে ব্যর্থ। বাংলার উন্নয়নে ডাবল ইঞ্জিন সরকার চাই। আমাকে বলা হয়েছে, এখানকার সরকার সময়ে কর্মচারীদের মাইনে দিতে পারছে না। একের পর এক ফাউল করে চলছে। তাই খুব তাড়াতাড়ি লাল কার্ড দেখবে তৃণমূল।