চেন্নাই: কেরিয়ারে শততম টেস্টে ডাবল সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন জো রুট৷ চিপকে ‘মাইলস্টোন ম্যান’ রুটকে অভিনন্দন জানান ভারত অধিনায়ক বিরাট কোহলি৷

শুক্রবার রুট পায়ে টান ধরার পর পর দ্রুত এগিয়ে এসে ইংল্যান্ড অধিনায়ককে স্ট্রেচিং করাতে দেখা গিয়েছিল কোহলিকে৷ ভারত অধিনায়কের এই প্রচেষ্টাকে কুর্নিশ জানিয়েছিল ক্রিকেটবিশ্ব৷ এদিনও বিরাটের ‘স্পিরিট অফ ক্রিকেট’-এর প্রশংসা শোনা গেল অনেকের মুখে৷ এদিন দুপরে টেস্ট কেরিয়ারে পঞ্চম ডাবল সেঞ্চুরিপূর্ণ করেন রুট৷ সেই সঙ্গে শততম টেস্টে বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরি করে মাইলস্টোন স্থাপন করেন ইংল্যান্ড অধিনায়ক৷

শেষ পর্যন্ত চার সেশন ব্যাটিং করে ২১৮ রানে শাহবাজ নাদিমের বলে এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নের পথে হাঁটা লাগান রুট৷ ইংল্যান্ড অধিনায়ক ক্রিজ ছাড়ার আগে এগিয়ে গিয়ে হ্যান্ডশেক করেন কোহলি৷ পাশাপাশি ইংল্যান্ড ক্যাপ্টেনর পিঠ চাপড়ে দেন ভারত অধিনায়ক৷ ৩৭৭ বলের ম্যারথন ইনিংসে ১৯টি বাউন্ডারি ও দু’টি ওভার বাউন্ডারি মারেন রুট৷

শুক্রবার বিরাটের স্পোর্টসম্যান স্পিরিট প্রসঙ্গে রুট বলেছিলেন, ‘আগামিকাল মাঠে নামতে আমি তৈরি৷ আশা করি খেলতে পারব৷ ক্র্যাম্প সারাতে বিরাট দারুণ সাহায্য করেছে৷ ও দারুণ স্পোর্টসম্যানশিপ৷ সারাদিন খেলার পর শরীরে জল কমে গিয়েছিল৷ পরে ঠাণ্ডা হতে ঠিক হয়ে যায়৷’ শুক্রবার সেঞ্চুরি করে অপরাজিত ছিলেন রুট৷ আর শনিবার ডাবল সেঞ্চুরি করে মাঠ ছাড়েন ইংল্যান্ড অধিনায়ক৷

শনিবার দ্বিতীয় দিন প্রথমে ক্যাপ্টেন হিসেবে টানা তিনটি টেস্টে দেড়শো রানের গণ্ডি টপকে স্যর ডোনাল্ড ব্র্যাডম্যানকে স্পর্শ করেন রুট৷ তারপর ডাবল সেঞ্চুরি করে ইনজামাম উল হককে টপকে যান৷ ভারত সফরের ঠিক আগেই শ্রীলঙ্কার বিরুদ্ধে ইংল্যান্ডের দুই টেস্টের সিরিজ জয়ে বড় অবাদন ছিল ক্যাপ্টেন রুটের৷ লঙ্কার বিরুদ্ধে দু’টি টেস্টে ২২৮ এবং ১৮৬ রানের ইনিংস খেলেছিলেন তিনি৷

কিংবদন্তি ডনের পর প্রথম ক্যাপ্টেন হিসেবে এই কৃতিত্ব অর্জন করেন রুট৷ একই সঙ্গে বিশ্বের সাত নম্বর ব্যাটসম্যান হিসেবে এলিট ক্লাবে নাম লেখান এই ইংরেজ ব্যাটসম্যান৷ অধিনায়ক ছাড়াও ব্যাটসম্যান হিসেবে এই কৃতিত্ব রয়েছে নিউজিল্যান্ডের টম লাথাম, শ্রীলঙ্কার কুমার সঙ্গাকারা, পাকিস্তানের মুদাসর নজর এবং জাহির আব্বাস এবং ইংল্যান্ডের ওয়েলি হ্যামন্ডের৷ তবে টানা চারটি টেস্টে দেড়শো রানের বেশি স্কোর করার বিরল নজির এখনও কিংবদন্তি লঙ্কান উইকেটকিপার ব্যাটসম্যান সঙ্গাকারার দখলে৷

আর চিপকে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি করেন রুট৷ শততম টেস্টে সর্বাধিক স্কোরের নিরিখে প্রাক্তন পাক ব্যাটসম্যান ইনজামাম উল হককে পিছনে ফেললেন রুট৷ এদিন শততম টেস্টে সর্বাধিক ১৮৪ রান ছিল হকের দখলে৷ কিন্তু শনিবার চিপকে হককে ছাপিয়ে ২১৮ রানের নতুন মাইলস্টোন স্থাপন করলেন ইংল্যান্ড অধিনায়ক৷ সেই সঙ্গে প্রথম টেস্টেই ভারতের সামনে ‘বিরাট’ রানের বোঝা চাপাতে চলেছে ইংল্যান্ড৷

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

Caption: Work from Home এর বাস্তব ছবি নিয়ে আলোচনায় মনোরোগ বিশেষজ্ঞ অনিরুদ্ধ দেব।