স্টাফ রিপোর্টার, হাওড়া: একুশের লড়াই জমজমাট। বিজেপি-তৃণমূল রাজনৈতিক তরজা তুঙ্গে। নির্বাচনের আগে গেরুয়া বাহিনীকে পাল্টা জবাব দিতে রবিবার হাওড়ার ডুমুরজলায় বিজেপির পাল্টা সভা করতে চলেছে তৃণমূল।
জানা গিয়েছে, ওই সভায় প্রায় ৫০ হাজার মানুষের জমায়েত হবে বলে তৃণমূল সূত্রের খবর। তৃণমূলের তরফ থেকে দাবি করা হয়েছে, জমায়েত ৫০ হাজারের লক্ষ্যমাত্রাও ছাড়িয়ে যাবে। রবিবারের সভা উপলক্ষে প্রস্তুতি এখন শেষ পর্যায়ে।
শনিবার বিকেলে সভাস্থল পরিদর্শন করেন দলের সদরের চেয়ারম্যান তথা মন্ত্রী অরূপ রায়। উপস্থিত ছিলেন সদরের সভাপতি ভাস্কর ভট্টাচার্য সহ অন্যান্য জেলা নেতৃবৃন্দ।
তৃণমূলের হাওড়া সদরের সভাপতি ভাস্কর ভট্টাচার্য বলেন, “কেন্দ্রের কৃষক বিরোধী বিলের প্রতিবাদে আগামীকাল হাওড়া ডুমুরজলা ময়দানে তৃণমূল কংগ্রেসের আহ্বানে এই ঐতিহাসিক জনসভার আয়োজন করা হয়েছে। অরূপ রায়ের নেতৃত্বে সভা হবে। দলের সাংসদ, বিধায়ক, জেলা নেতৃত্ব সকলেই ওই সভায় উপস্থিত থাকবেন। কেন্দ্রের কৃষি বিল প্রত্যাহারের দাবিতেই ওই সভা ডাকা হয়েছে। আমাদের টার্গেট সভায় প্রায় ৫০ হাজার মানুষের জমায়েত হবে। তবে আমরা আশা করছি সেই লক্ষ্যমাত্রাও ছাড়িয়ে যাবে। হাওড়ায় দল আমাদের দুর্ভেদ্য দুর্গ। ১৯৯৮ সাল থেকেই আমরা হাওড়ায় শক্তিশালী। ২০২১ সালের নির্বাচনে হাওড়া থেকে সবকটি আসন জিতে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেব।”
এদিকে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’র পাল্টা বাইক মিছিলের ডাক দিয়েছে জেলা যুব তৃণমূল কংগ্রেস। প্রায় ১০ হাজার বাইক ও ট্যাবলো নিয়ে বিশাল মিছিল বের করেছে তারা।
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল ১০টায় চাপড়া থেকে বাইক মিছিলের সূচনা হয়েছে। দুদিন ব্যাপী এই কর্মসূচীতে গত ১০ বছরে রাজ্য সরকারের কাজের খতিয়ান ও সাফল্য তুলে ধরা হয়েছে৷ এই বাইক মিছিলের নাম দেওয়া হয়েছে ‘জনসমর্থন যাত্রা’।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.