১০০তম ম্যাচে দ্বিশতরান! বিশ্বের প্রথম টেস্ট ব্যাটসম্যান হিসেবে অনন্য নজির রুটের!

চেন্নাইয়ে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে দ্বিশতরান হাঁকিয়েছেন জো রুট। সেই সঙ্গে বিশ্বের প্রথম টেস্ট ব্যাটসম্যান হিসেবে ইংল্যান্ড অধিনায়ক এমন এক নজির গড়েছেন যা এর আগে কেউ করে দেখাতে পারেননি। সেই সুবাদে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে চালকের আসনে বসে রয়েছে ইংল্যান্ড। পরিসংখ্যান দেখে নেওয়া যাক।

বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে ১০০তম ম্যাচে দ্বিশতরান

চেন্নাইয়ে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে দ্বিশতরান হাঁকিয়েছেন জো রুট। বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে নিজের ২০০তম টেস্ট ম্যাচে এই কীর্তি গড়েছেন ইংল্যান্ড অধিনায়ক। ক্রিকেট মহলে ধন্যি ধন্যি রব উঠেছে।

পঞ্চম দ্বিশতরান

চেন্নাই টেস্টে দ্বিশতরান হাঁকিয়েছেন জো রুট। সবমিলিয়ে লাল বলের ফর্ম্যাটে পঞ্চম বার ২০০-এর গণ্ডি পেরিয়ে গেলেন ইংল্যান্ড অধিনায়ক। গত তিনটি টেস্ট ম্যাচে দুই বার দ্বিশতরান হাঁকালেন জো রুট।

ইনজামামকে টপকে গেলেন রুট

নিজের ১০০তম টেস্টে রানের নিরিখে পাকিস্তানি কিংবদন্তি ইনজামাম উল হককে টপকে গেলেন জো রুট। একই প্রেক্ষাপটে ১৮৪ রান করেছিলেন ইনজি। সেই রাুন পেরিয়ে আরও বড় মাইলস্টোন গড়ার পথে রওনা দিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক।

চালকের আসনে ইংল্যান্ড

ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে জো রুটের অনবদ্য ব্যাটিংয়ের সৌজন্যে চালকের আসনে বসে রয়েছে ইংল্যান্ড। অধিনায়ক ছাড়াও দারুণ ব্যাটিং করেছেন ডন সিবলে ও বেন স্টোকস।

More INDIA VS ENGLAND 2021 News