তিমিরকান্তি পতি, বাঁকুড়া : ‘দশ বছর তৃণমূল ও সাত বছর বিজেপি মানুষকে ধোঁকা দিয়েছে। শুধু এখানকার মাল ওখানে ও এখানকার মাল ওখানে। শোরুম দু’টো আলাদা, কিন্তু গুদামটা কালীঘাটে। তাই আমাদের গুদাম ও শোরুম দু’টোকেই দেখতে হবে’। শনিবার বাঁকুড়ার সোনামুখী বি.জে হাই স্কুলে দলীয় এক কর্মীসভায় কেন্দ্র ও রাজ্যের দুই শাসক দলকে ঠিক এই ভাষাতেই বিঁধলেন সিপিআইএম পলিটব্যুরোর সদস্য মহম্মদ সেলিম।
একই সঙ্গে এদিন বর্তমান পরিস্থিতিতে উপস্থিত দলীয় কর্মীদের ‘নিজের পায়ে দাঁড়ানো’ ও মিছিলে হাঁটার পরামর্শ দেন তিনি। মহম্মদ সেলিম এদিন বলিউডের বিখ্যাত সিনেমা ‘শোলে’র উদাহরণ টেনে এনে বলেন, তৃণমূল ও বিজেপি একই মুদ্রার এপিঠ, ওপিঠ। কোনও পার্থক্য নেই। একই সঙ্গে ঐ দুই দল ধর্মীয় মেরুকরণের চেষ্টা করছে বলেও তিনি অভিযোগ করেন।
দিল্লীর সরকার যদি এতটাই কৃষক দরদী তাহলে কেন রাস্তা কেটে, রাস্তার পেরক পুঁতে আন্দোলনকারীদের দমানোর চেষ্টা হচ্ছে? এনিয়েও এদিন প্রশ্ন তোলেন এই বর্ষীয়ান সিপিআইএম নেতা।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেপি নাড্ডার কৃষকদের সঙ্গে মধ্যাহ্নভোজন প্রসঙ্গে প্রশ্নের উত্তরে বলেন, ”এসব তো নাটক’। চ্যাটার্ড বিমানে উড়ে এসে, ফাইভ স্টার হোটেলে থেকে এসে আদিবাসী বাড়িতে কলা পাতায় বাসমতী চালের ভাত সহ লব্যচষ্য খাওয়ার নাটক চলছে।”
তিনি আরও জানান, তাঁরা কোনও দিন খোঁজ নিয়েছে আদিবাসী পরিযায়ী শ্রমিকের কিভাবে দিন চলে? ওরা খাওয়াটাই বোঝে। দেশটা খেয়েছে, এবার আদিবাসী তপশীল বাড়িতে খাচ্ছে। বামপন্থীদের সঙ্গে ঐসব দক্ষিণপন্থী দলের মতের পার্থক্য নয়, কাজের পার্থক্য আছে থাকবে । তবে এদিনের সভায় মহম্মদ সেলিম ছাড়াও দলের পলিটব্যুরোর সদস্য অমিয় পাত্র, জেলা সম্পাদক অজিত পতি প্রমুখ উপস্থিত ছিলেন
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.