শুভেন্দুর সঙ্গে কী সম্পর্ক 'রাখালে'র! গরু পাচার নিয়ে পাল্টা খোঁচা অভিষেকের

কাঁথির সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (abhishek banerjee) নিশানায় কেবলমাত্রই শুভেন্দু অধিকারী (suvendu adhikari)। এদিন তিনি একদিকে যেমন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন, অন্যদিকে তৃণমূলে থেকেই ভোটের পর দল ভাঙার চেষ্টার অভিযোগও তুলেছেন।

পিকের সুর পছন্দ হয়নি! ২১-এর আগে তৃণমূলের 'হাতছাড়া' প্রবীণ কংগ্রেস নেতা

শুভেন্দুর গাত্রদাহের কারণ

কাঁথির শান্তিকুঞ্জ থেকে প্রায় ৫ কিমি দূরে এদিন সভা করেন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকেই তিনি নাম না করে শুভেন্দু অধিকারীর গাত্রদাহের আসল কারণ বলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, জেলার নেতাদের মর্যাদা দিতেই তৃণমূলের অবজারভার পদ তুলে দেওয়া হয়েছিল। কিন্তু তা মেনে নিতে পারেননি শুভেন্দু। অভিষেক বলেন তিনি স্বাধীনতা আন্দোলনের পূণ্যভূমি মেদিনীপুরে মাটিতে দাঁড়িয়ে বলছেন, অবজারভার পদ তুলে দেওয়াতে গাত্র দাহ হয়েছিল। প্রসঙ্গত ২০১৯-এর লোকসভা নির্বাচনের পরে দলের দায়িত্ব প্রশান্ত কিশোরের হাতে যাওয়ার পরেই তৃণমূলে অবজারভার পদ তুলে দিয়ে কোঅর্ডিনেটরের পদ তৈরি করা হয়। ফলে মুর্শিদাবাদ, মালদহ এবং উত্তর দিনাজপুরের অবজারভাবের পদ বিলুপ্ত হয়ে যায়।

শুভেন্দু অধিকারীর ছক

এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদ (২২), মালদহ (১২) ও উত্তর দিনাজপুরের (৯) পর্যবেক্ষক ছিলেন। সেই সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুরের ১৬ টি আসন। সব মিলিয়ে সংখ্যাটা ৬০-এর আশপাশে। তৃণমূলে এই সংখ্যক আসনে শুভেন্দু অধিকারী আধিপত্য কায়েম করেছিলেন। অভিষেক বলেন, খুব খারাপ পল হলেও ওই আসনগুলির মধ্যে মধ্যএ ৩৫-৩৬ টি আসনে তৃণমূল জিতবেই। বিধানসভা ভোটের পরে এই বিধায়কদের নিয়েই বিজেপিতে যোগ দেওয়ার পরিকল্পনা ছিল শুভেন্দু অধিকারীর। কিন্তু পর্যবেক্ষকের পদ তুলে দেওয়ায় তা সম্ভব হবে না জেনেই আগেই তিনি বিজেপিতে যোগ দেন বলে ইঙ্গিত করেছেন অভিষেক।

দুর্নীতিতে জড়িয়ে শুভেন্দু

শুভেন্দু অধিকারী তাঁর প্রায় প্রত্যেকটি সভাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তোলাবাজ ভাইপো বলে কটাক্ষ করেন। এদিন পাল্টা শুভেন্দু অধিকারী নানা দুর্নীতিতে জড়িয়ে রয়েছেন বলে দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সামনের দুই মাসে বারে বারে মেদিনীপুরে যাবেন, এবং আস্তে আস্তে ফাঁস করবেন বলে জানান অভিষেক। তিনি এদিনও ফের একবার সারদা কর্তা সুদীপ্ত সেনের চিঠির উল্লেখ করে, শুভেন্দু অধিকারী ৬ কোটি টাকা নিয়েছেন বলে দাবি করেন। এমনকি সারদা কর্তা পালিয়ে যাওয়ার আগের রাতেও তাঁকে ব্ল্যাকমেল করে টাকা দেওয়ার হয় বলে দাবি করেছেন অভিষেক।

'রাখাল' কে তুললেন প্রশ্ন

শুভেন্দু অধিকারী তাঁর প্রত্যেক সভাতেই গরু পাচারকারী হিসেবে অভিযুক্ত এনামূল হকের সঙ্গে তৃণমূলের সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলেন। এবার তাঁর পাল্টা হিসেবে মুর্শিদাবাদের গরু পাচারে শুভেন্দু অধিকারীর সঙ্গে রাখালের কী সম্পর্ক তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। কটাক্ষ করে বলে ৪ আনার নকুল দানা, তার আবার ক্যাশমেমো।

More ABHISHEK BANERJEE News