জেমস ভিন্সের দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে পরপর দুই বারের জন্য বিগ ব্যাশ লিগ চ্যাম্পিয়ন হল সিডনি সিক্সার্স। ফাইনালে পার্থ স্কর্চার্সকে ২৭ রানে হারিয়েছে মইসেস হেনরিকসের দল। টুর্নামেন্টের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন সিডনি সিক্সার্সের উইকেটরক্ষক তথা ব্যাটসম্যান জোশ ফিলিপ।
শনিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বিগ ব্যাশ লিগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় পার্থ স্কর্চার্স। সেই সিদ্ধান্ত ভুল বলে প্রমাণিত হয়। টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে থাকা সিডনি সিক্সার্সের উইকেটরক্ষক তথা ওপেনার জোশ ফিলিপকে (৯) ফিরিয়ে দিলেও খেলা ধরে নেন জেমস ভিন্স। তিনি ৬০ বলে ৯৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। দশটি চার ও তিনটি ছক্কা আসে তাঁর ব্যাট থেকে। দলের বাকি ব্যাটসম্যানরা সেভাবে সফল হতে পারেননি। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৮ রান করে সিডনি সিক্সার্স।
১৮৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভাল হলেও পরপর উইকেট হারাতে থাকে পার্থ স্কর্চার্স। ওপেনার ক্যামেরন বানক্রফ্ট ৩০ রান করে আউট হন। ৪৫ রান করেন লিয়াম লিভিংস্টোন। ১৩ বলে ২৬ রান করেন অ্যারন হার্ডাই। ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৬১ রানের বেশি তুলতে পারেনি স্কর্চার্স।
ম্যাচে সিডনি সিক্সার্সের হয়ে ৩ উইকেট নেন বেন ডাওরশুইস। দুটি করে উইকেট নেন জ্যাকসন বার্ড, সিন অ্যাবট ও ডান ক্রিস্টিয়ান। জেমস ভিন্সকে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার দেওয়া হয়েছে।