মুম্বই: ২০২ আইপিএলে নিলামে উঠেছেন ১০৯৭ জন ক্রিকেটার৷ চতুর্দশ আইপিএল নিলামে হাতুরির নিচেই ‘ক্রিকেটঈশ্বর’ সচিনপুত্র অর্জুন তেন্ডুলকর৷

কোভিড-১৯ পরবর্তী আইপিএলের নিলামের আসর বসছে ১৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ে৷ ২০২১ আইপিএলের মিনি নিলামের কেনাবেচার জন্য ১০৯৭ জন ক্রিকেটারের জন্য দর হাঁকবেন অকশনার৷ তবে এর মধ্যে ৮১৪ জন হলেন ভারতীয় ক্রিকেটার৷ বাকি ২৮৩ জন হলেন বিদেশি ক্রিকেটার৷ ভারতীয় ক্রিকেটারদের সবাইকে অবাক করে আইপিএল নিলামে উঠছেন শান্তাকুমারন শ্রীসন্থ৷ একই সঙ্গে নিলামে নিজের দর যাচাই করবেন অর্জুন তেন্ডুলকর৷

১৮ ফেব্রুয়ারি, চেন্নাইয়ের এক পাঁচতারা হোটেল বসছে চতুর্দশ আইপিএল নিলামের আসর৷ সেই নিলামেই এবার নাম লেখান সচিন-পুত্র৷ সদ্য শেষ হওয়া সৈয়দ মুস্তাক আলি জাতীয় টি-২০ টুর্নামেন্টে মুম্বই দলে ছিলেন অর্জুন৷ প্রথমশ্রেণির ক্রিকেটে অংশ নেওয়ার পরেই আইপিএলের নিলামে নাম নথিভুক্ত করার যোগ্যতা অর্জন করেন জুনিয়র তেন্ডুলকর৷

সচিন-পুত্র নিলামে নিজের বেস প্রাইস রেখেছেন ২০ লক্ষ টাকা৷ আইপিএলের নিলামে নাম লেখানো ৮১৪ জন ভারতীয় ক্রিকেটারের মধ্যে নজর থাকবে অর্জুনের প্রতি৷ অর্জুন তেন্ডুলকর একজন বাঁ হাতি পেসার৷ মুম্বইয়ের বয়সভিত্তিক টিম থেকে উত্থান তাঁর৷ অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলের হয়ে আন্তর্জাতিক ম্যাচও খেলেছেন৷ সৈয়দ মুস্তাক আলিতে মুম্বইয়ের জার্সিতে দু’টি ম্যাচে খেলেছেন অর্জুন৷ হরিয়ানার বিরুদ্ধে ৩৪ রানে ১ উইকেট এবং পুদুচেরির বিরুদ্ধে নেন ৩৩ রান দিয়ে এক উইকেট৷

তবে আইপিএলের সঙ্গে সচিন-পুত্রের সান্নিধ্য প্রথম নয়৷ মুম্বই ইন্ডিয়ান্সের নেট বোলার হিসেবে দেখা গিয়েছিল অর্জুনকে৷ ত্রয়োদশ আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের দলের হয়ে গত বছর সংযুক্ত আরব আমিরশাহী পাড়ি দিয়েছিলেন তিনি৷ চতুর্দশ আইপিএলে সর্বাধিক ৬১ জন ক্রিকেটার আইপিএলের টিকিট পাবেন৷ আশা করা যায় প্রতিটি ফ্র্যাঞ্চাইজি তাদের খালি জায়গা পূরণ করবে৷ তবে ২০২১ আইপিএল ‘জুনিয়র তেন্ডুলকর’ কোনও দল পান কি না, সেদিকে নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের৷

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

Caption: Work from Home এর বাস্তব ছবি নিয়ে আলোচনায় মনোরোগ বিশেষজ্ঞ অনিরুদ্ধ দেব।