করোনায় গত ২৪ ঘণ্টায় মৃত মাত্র ১, একুশে ভোটের মুখে স্বস্তি ফিরছে বাংলায়

বাংলায় ৫ হাজারের নিচে নেমেছে করোনা সক্রিয়ের সংখ্যা। শনিবারের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় মৃত মাত্র একজন। সংক্রমণের পাশাপাশি দৈনিক মৃত্যুহার নিয়ন্ত্রণেও স্বস্তির ছবি ফিরেছে বাংলায়। সেইসঙ্গে করোনা সুস্থতার হার প্রায় তিনশোর কাছে। আর দৈনিক সংক্রমণ কমে ২০০-র নিচে নেমে গিয়েছে।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ১৯৭ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ৫ লক্ষ ৭০ হাজার ৯৮১ জন। এদিন ১৯৭ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৭১ হাজার ১৭৮ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০২০২। এদিন মৃত্যু হয়েছে ১ জনের।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ৫ লক্ষ ৭১ হাজার ১৭৮ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৪ হাজার ৮৯৫ জন। এদিন ৯৭ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ১৯৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ২৯৩ জন। মোট করোনা মুক্ত হলেন ৫ লক্ষ ৫৬ হাজার ৮১ জন। সুস্থতার রেট হয়েছে ৯৭.৩৬ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ৮১ লক্ষ ২৮ হাজার ৩৫০ জনের। ১০৩টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ৯০৩১৫। এদিন টেস্টিং হয়েছে ২৪০১১ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ৭.০৩ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

আক্রান্তের হার কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় এখনও একটু উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ১২৮১৩২। এদিন ৪৩ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ১২২৮৫ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৫৫ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ১৯ জন বেড়ে হয়েছে ৩৭০২৮। হাওড়ায় আক্রান্ত ৩৫৫৮১। এদিন আক্রান্ত হয়েছেন ৮ জন। হুগলিতে ৭ জন বেড়ে আক্রান্ত ২৯৪৭৯ জন।

More CORONAVIRUS News