চলছে কৃষকদের 'চাক্কা জ্যাম', কড়া নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে রাজধানীকে

আজ কৃষকদের 'চাক্কা জ্যাম'৷ সাধারণতন্ত্র দিবসে কৃষকদের একাংশের হিংসাত্মক ঘটনার পর বাড়তি ঝুঁকি নিতে নারাজ দিল্লি পুলিশ৷ কড়া নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে রাজধানীকে৷ ইতিমধ্যেই হরিয়ানার হাইওয়ে আটকে দিয়েছে কৃষকরা। উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডের রাস্তাও আটকে দিয়েছেন আন্দোলনকারী কৃষকরা।

৫০ হাজার পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে শহরজুড়ে

এদিন কৃষকদের কর্মসূচি শুরু হয় আজ দুপুর ১২টা থেকে৷ চলবে দুপুর ৩টে পর্যন্ত৷ তার আগে ৫০ হাজার পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে শহরজুড়ে৷ কৃষক বিক্ষোভ রুখতে মোড়ে মোড়ে তৈরি জল কামান৷ এদিকে কৃষক আন্দোলনের জেরে বেঙ্গালুরুতে ৩০ জনকে প্রতিরোধমূলক ভাবে গ্রেফতার করা হয়েছে।

অশান্তি এড়াতে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা

বিক্ষোভকারী কৃষকদের 'চাক্কা জ্যাম' কর্মসূচিতে অশান্তি এড়াতে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে দিল্লিতে৷ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যাতে কোনওরকম গুজব না ছড়ায়, সেদিকেও নজর রেখেছে দিল্লি পুলিশ৷ কেন্দ্রের নয়া কৃষি আইন বাতিল, কৃষকবিরোধী বাজেট, দিল্লি জুড়ে আন্দোলনকারী কৃষকদের বিরুদ্ধে দমনমূলক ব্যবস্থার বিরুদ্ধে কৃষকদের এই অবরোধ আন্দোলন।

অন্যান্য রাজ্যের পুলিশের সঙ্গেও ক্রমাগত যোগাযোগ রাখা হচ্ছে

দিল্লি শহরের নিরাপত্তা সুরক্ষিত করতে ইতিমধ্যে দিল্লি পুলিশের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন পুলিশ কমিশনার এস এন শ্রীবাস্তব৷ খতিয়ে দেখেছেন নিরাপত্তা ব্যবস্থাও৷ দিল্লির পুলিশ কমিশনার বলেন, 'বিক্ষোভকারীরা দিল্লির বিভিন্ন সীমান্তে অস্থায়ী শিবির স্থাপন করে বিক্ষোভ চালাচ্ছে৷ সেখানে যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই জন্য অন্যান্য রাজ্যের পুলিশের সঙ্গেও ক্রমাগত যোগাযোগ রাখা হচ্ছে৷'

দিল্লি সীমানায় পুলিশ লোহা ও কংক্রিটের ব্যরিকেড তৈরি করেছে

তিনি আরও বলেন, 'কৃষকদের এই অবরোধ আন্দোলনের জেরে যাতে যান চলাচল ব্যাহত না হয়, স্বাভাবিক জীবনযাত্রা অব্যাহত থাকে, সেই ব্যবস্থাও করা হয়েছে৷ বিভিন্ন গুরুত্বপূর্ণ বর্ডার পয়েন্টে বাড়তি সেনা মোতায়েন করা হয়েছে৷' প্রসঙ্গত, দিল্লি সীমানায় পুলিশ লোহা ও কংক্রিটের ব্যরিকেড তৈরি করেছে৷ সম্ভাব্য আন্দোলনের জায়গাগুলিকে কাঁটাতার দিয়ে ঘিরে ফেলা হয়েছে৷ মাটিতে পেরেক পুঁতে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে৷

More HARYANA News