চেন্নাইয়ে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে চালকের আসনে বসে রয়েছে ইংল্যান্ড। ব্রিটিশ অধিনায়ক জো রুট ও অল রাউন্ডার বেন স্টোকসের ভয়ঙ্কর ব্যাটিংয়ে নাজেহাল হয়ে পড়েছে টিম ইন্ডিয়া। দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে ভারতীয় বোলাররা অতিমানবিক কিছু না করে দেখাতে পারলে ম্যাচের প্রথম ইনিংসে নিশ্চিতভাবে বড় রান খাড়া করাবে ইংল্যান্ড। যা বিরাট কোহলি শিবিরের জন্য কাঙ্খিত নয়।
ম্যাচের দ্বিতীয় দিনের প্রথম পর্বে ইংল্যান্ডের কোনও ব্যাটস্যানকে আউট করতে পারল না ভারত। উল্টে ৯৮ বলে ৬৩ রানের ঝড়ো ইনিংস খেলে বিরাট কোহলি শিবিরের চিন্তা বাড়ালেন বেন স্টোকস। ৯টি চার ও দুটি ছক্কা এসেছে ব্রিটিশ অল রাউন্ডারের ব্যাট থেকে। ইংল্যান্ড অধিনায়ক জো রুটের সঙ্গে স্টোকসের ৯২ রানের পার্টনারশিপও হয়ে গিয়েছে। অন্যদিকে ২৭৭ বলে ১৫৬ রানে অপরাজিত রয়েছেন রুট। ১৬টি চার একটি ছক্কা এসেছে তাঁর ব্যাট থকে।
ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ওপেনার ররি বার্নস ও ডম সিবলের মধ্যে ৬৩ রানের পার্টনারশিপ হয়। ৩৩ রান করে আউট হন বার্নস। ২৮৬ বলে ৮৭ রানের লড়াকু ইনংস খেলেন সিবলে। অধিনায়ক জো রুটের সঙ্গে তাঁর ২০০ রানের পার্টনারশিপ হয়। ইতমিধ্যে কোনও রান না করেই সাজঘরে ফিরে যান ইংল্যান্ড ওপেনার ডান লরেন্স।
ম্যাচের প্রথম ইনিংসে ভারতের হয়ে এখনও পর্যন্ত দুই উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরাহ। এক উইকেট নিয়েছেন রবিচন্দ্রণ অশ্বিন। ম্যাচে এখনও উইকেট পাননি ইশান্ত শর্মা, ওয়াশিংটন সুন্দর ও শাহবাজ নাদিম।