গত বছরের শেষার্ধ থেকেই করোনা মন্দা কাটিয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করে ভারতীয় অর্থনীতি। একটানা তিন মাস বাড়তে থাকে জিএসটি সংগ্রহের পরিমাণ। ভারতীয় অর্থনীতির চাকা যে ফের ঘুরতে শুরু করেছে তার ইঙ্গিতও মেলে একাধিক সমীক্ষায়। এমতাবস্থায় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই-র গভর্নর শক্তিকান্ত দাসের পূর্বাভাস আসন্ন অর্থবর্ষেই প্রায় ১০.৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি দেখতে পাবে ভারত।
এদিকে এর আগে আন্তর্জাতিক অর্থভান্ডার বা আইএমএফ-র সমীক্ষাতেও আগামী ১ এপ্রিল থেকে শুরু হতে চলা ২০২১-২২ অর্থবর্ষেও প্রায় ১১ শতাংশের উপর জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, চলতি মাসের শুরুতেই আসন্ন অর্থবর্ষের বাজেট পেশ করতে দেখা যায় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে। পরিকাঠামো হোক বা শিক্ষা, পরিষেবা হোক বা ক্ষুদ্র শিল্প, প্রতিক্ষেত্রেই একাধিক সংষ্কারের পথে হাঁটতে দেখা যায় অর্থমন্ত্রীকে। অর্থনীতিবিদদের একাংশের মতে ভারতীয় অর্থনীতির শ্রীবৃদ্ধিতেও বড় ছাপ রাখতে চলেছে এই বাজেট।
এদিকে করোনা লকডাউনের জেরে প্রবল ধাক্কা খেয়েছে দেশীয় উৎপাদন শিল্প। দেশজ উৎপাদন লাগামহীন ভাবে হ্রাস পেয়েছে। থমকেছে আর্থিক বৃদ্ধির হার। এদিকে করোনা মহামারীতে আর্থিক মন্দার জেরে চলতি অর্থবর্ষের জুন ত্রৈমাসিকে ভারতের জিডিপি ২৩.৯ শতাংশ সঙ্কুচিত হয়েছে। যা বিগত চার দশকের মধ্যে নয়া রেকর্ড বলেই জানা যাচ্ছে। এমনকী তার পরের ত্রৈমাসিকেও প্রায় ৭ শতাংশের উপর জিডিপি সঙ্কোচন দেখা যায়।
জেপি নাড্ডার উপর হামলাস্থল শিরাকোলেই রথযাত্রা কেন চাইছে বিজেপি! আসরে অমিত শাহকে ঘিরে জল্পনা