'অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু' নিয়ে হবে আলোচনা, রাজ্যসভা সাংসদদের উদ্দেশে হুইপ জারি বিজেপির

৮ থেকে ১২ ফেব্রুয়ারি৷ চলতি বাজেট অধিবেশনে এই পাঁচটা দিন দলের রাজ্যসভার প্রত্য়েক সাংদকেই সংসদে উপস্থিত থাকতে হবে৷ বিজেপির তরফে এই মর্মে জারি হয়েছে হুইপ৷ তাতে জানানো হয়েছে, চলতি অধিবেশনে একাধিক 'অত্যন্ত গুরুত্বপূর্ণ' ইস্যুতে আলোচনা করা হবে৷ পাস করাতে হবে সংশ্লিষ্ট বিভিন্ন বিল৷ সেই কারণেই দলীয় সাংসদদের উদ্দেশে জারি হয়েছে এই হুইপ৷

বিজেপির জারি করা বিজ্ঞপ্তি

বিজেপির জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী সোমবার থেকেই রাজ্য়সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা শুরু হবে৷ পাস করা হবে বিভিন্ন বিল৷ ৮ থেকে ১২ ফেব্রুয়ারি এই প্রক্রিয়া চলবে৷ তাই দলের রাজ্যসভার প্রত্য়েক সাংসদকে অনুরোধ করা হচ্ছে, তাঁরা যেন ওই পাঁচদিনের অধিবেশনে অবশ্যই উপস্থিত থাকেন৷ সরকারের অবস্থানকে সমর্থন জানাতেই তাঁদের উপস্থিত থাকতে হবে৷ প্রসঙ্গত, কোরোনা পরিস্থিতিতে এখন প্রতিদিন মাত্র পাঁচ ঘণ্টা করে বসছে রাজ্যসভার অধিবেশন৷

কৃষি আইন ইস্যুতে কৃষিমন্ত্রীর বক্তব্য

এদিকে এদিন সংসদে কৃষি আইন ইস্যুতে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার বলেন, 'আমরা কৃষকদের আয় দ্বিগুণ করতে চাই, যার প্রভাব পড়বে দেশের জিডিপিতে৷ নতুন কৃষি আইন সেই পথের দিশা দেবে৷ আমি হাউজ ও দেশের কৃষকদের জানাতে চাই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের উন্নতিকল্পে প্রতিজ্ঞাবদ্ধ৷'

কেন্দ্র ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি করেছে

কৃষিমন্ত্রী জানান, কেন্দ্র ন্যূনতম সহায়ক মূল্য দিচ্ছে, যা কৃষি খরচের ৫০ শতাংশ বেশি৷ এছাড়াও কৃষি পরিকাঠামোর উন্নতির জন্য ১ লক্ষ কোটি টাকার অমৃতসর প্যাকেজ গ্রহণ করা হয়েছে৷ নরেন্দ্র সিং তোমার এদিন অভিযোগ করেন, নতুন কৃষি আইন লাগু হলে কৃষকদের জমি কেড়ে নেবে অন্যরা, এমন কথা বলে কৃষকদের ভুল বোঝানো হচ্ছে৷' তিনি বলেন, 'আমি বলছি, নতুন আইনে এমন কোনও সম্ভাবনা নেই৷'

সরকার আইন সংশোধন করতে রাজি

কৃষিমন্ত্রী আরও বলেন, 'আমি স্পট করতে চাই যে সরকার আইন সংশোধন করতে রাজি আছে৷ তার মানে এই নয় যে নতুন আইনে কোনও গোলমাল আছে৷ আসলে বেশ কিছু রাজ্যে কৃষকদের ভুল বোঝানো হচ্ছে৷' নরেন্দ্র সিং তোমারের কথায়, 'আমরা কৃষকদের জীবনে শুভ বদল আনতে চাই৷' তিনি জানান, ১০০টি কিষান ট্রেন চলবে দেশে৷ বিশেষ ট্রেনে থাকবে মোবাইল কোল্ড স্টোরেজ৷

More PARLIAMENT News