কোন কোন জেলায় বৃষ্টির আশঙ্কা?
শনিবার শীতের আমেজে আবহাওয়া শুষ্ক থাকলেও, রবিবার রাজ্যের একাধিক জেলায় রয়েছে বৃষ্টির আশঙ্কা। রবিবার কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে । সঙ্গে বিদ্য়ুতের ঝলক দেখা যেতে পারে। এছাড়াও একই অবস্থা হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া,পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়াতে হতে পারে। উত্তরের কয়েকটি জেলাতেও বর্ষণের আশঙ্কা রয়েছে।
কলকাতার তাপমাত্রা
শীতের আমেজেও শহর কলকাতার তাপমাত্রা বেড়েছে। কলকাতায় এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। তবে রবিবার থেকে তাপমাত্রারর পারদ কমতে থাকার সম্ভাবনা থাকছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গে একাধিক জেলা রবিবার বৃষ্টি বিঘ্নিত থাকার সম্ভাবনা রয়েছে। তবে শনিবার আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এরপর সোমবার থেকে আবহাওয়া শুষ্ক থাকার কথা জানানো হয়েছে।
বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃ্ষ্টি উত্তরবঙ্গের কোথায়?
আবহাওয়া দফতর সূত্রের খবর, দার্জিলিং , জলপাইগুড়ি, কালিম্পংয়ে প্রবল ঝড় বৃষ্টি হতে পারে রবিবার। সেখানে বজ্রবিদ্য়ুৎ সহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তবে শনিবার ও সোমবার আবহাওয়া থাকবে শুষ্ক।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ১০.৮
বালুরঘাট ১০.৮
ব্যারাকপুর ৯.৮
বর্ধমান১৩.৬
দার্জিলিং ৪.৪
কন্টাই ৯.০
দমদম ১৩.১
কালিম্পং ৬.৫
কৃষ্ণনগর ১০.৬
শ্রীনিকেতন ১১.০