আব্বাসদের সঙ্গে জোট! মান্নানদের ধর্মনিরপেক্ষতা নিয়ে টুইটে খোঁচা অমিত মালব্যের

বিজেপিকে রুখতে শেষ পর্যন্ত আব্বাস সিদ্দিকির সঙ্গে হাত মেলাতে চলেছে বাম কংগ্রেস জোট। সব প্রায় ঠিকঠাক। সোনিয়া গান্ধীর গ্রিন সিগনাল পেলেই চূড়ান্ত হয়ে যাবে সবকিছু। মূলত মূলভোটের টার্গেটেই যে জোট আব্বাস সিদ্দিকির সঙ্গে হাত মেলাছে তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। তাই এই নিয়ে সরাসরি আবদুল মান্নানটে খোঁচা দিয়ে টুইট করেছেন বিজেপি নেতা অমিত মালব্য। কটাক্ষ করে তিনি টুইটে লিখেছেন ধর্ম নিরপেক্ষতার অর্থ হল তো মুসলিম তোষণ।

আব্বাসদের সঙ্গে জোট

বিজেপিকে রুখতে শেষ পর্যন্ত মুসলিম ভোট ব্যাঙ্কের আশ্রয়ে যেতেই হচ্ছে বাম-কংগ্রেস জোটকে। মূলত বিজেপির ভোট কাটার লক্ষ্যেই ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকির দলের সঙ্গে হাত মেলানোর চুক্তি পাকা করতে চলেছেন সুজন, মান্নানরা। প্রায় সব চূড়ান্ত হয়ে গিয়েছে। কেবল মাত্র সোনিয়া গান্ধীর গ্রিন সিগনালের অপেক্ষা। সোনিয়ার গান্ধীর অনুমতি পেতে ইতিমধ্যেই তাঁকে চিঠি দিয়েছেন আব্বাস সিদ্দিকি।

কটাক্ষ অমিতের

আব্বাস সিদ্দিকির দলের সঙ্গে জোটের হাত মেলানোর খবর প্রকাশ্যে আসতেই বিজেপি নেতা অমিত মালব্য আক্রমণ শানিয়েছেন। বামেদের ধর্মনিরপেক্ষতা নিয়ে খোঁচা দিয়েছেন বিজেপি নেতা। টুইটে তিনি লিখেছেন ধর্মনিরপেক্ষতা মানে তো মুসলিম তোষণ। কারণ মূলত মুসলিম ভোট ব্যাঙ্কের টার্গেট করেই শেষ পর্যন্ত আব্বাস সিদ্দিকির সঙ্গে হাত মেলানোর পরিকল্পনা তাতে কোনও সন্দেহ নেই। আর একেই মুসলিম তোষণ বলে আক্রমণ করেছে বিজেপি নেতা।

বিজেপি ভোট কাটাই টার্গেট

বঙ্গে বিজেপি ভোট একমাত্র কাটতে পারে মিম এবং আব্বাস সিদ্দিকির দল। ইতিমধ্যেই বাম-কংগ্রেসের সঙ্গে হাত মেলাতে ৪০টি আসন চেয়েছেন আব্বাস সিদ্দিকি। সেই লক্ষ্যেই এগোচ্ছে বাম-কংগ্রেস। সেকারণেই আব্বাসদের দিকে হাত বাড়ানো। মুর্শিদাবাদ, বসিরহাট, দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়, ক্যানিং সহ একাধিক জেলায় মুসলিম ভোটের সিংভাহটাই যে এবার মিম আর আব্বাস সিদ্দিকা নিয়ে যাবেন সেটা আঁচ করতে পেরেছেন বামেরা। তাই আগে থেকেই বিজেপির ভোট কাটতে আব্বাসদের সঙ্গে হাত মিলিয়ে ফেলেছেন তাঁরা।

কত আসনে মীমাংসা

আব্বাস সিদ্দিকি জোটের কাছে ৪০ আসন দাবি করেছিল। কিন্তু আলিমুদ্দিন মনে করছে জোট চূড়ান্ত হয়ে প্রথম পর্যায়ে আব্বাসদের ২০টি আসন দেবে তারা। বাকিটা কংগ্রেসের উপর ছেড়ে দিতে চেয়েছেন বিমান-সূর্যকান্তরা।

সব কিছু ঠিকঠাক থাকলে আব্বাসদের সঙ্গে খুব শীঘ্রই আসন মীমাংসা সেরে ফেলবেন আবদুল মান্নানরা। শনিবার রাজ্যে আসছে কংগ্রেসের শীর্ষ নেতারা সেখানেই হবে চূড়ান্ত সিদ্ধান্ত।

'একজন ফুলকো লুচি আছে জানেন', শোভন -বৈশাখীকে ঘিরে বিতর্কিত মন্তব্য তৃণমূলের সুজাতার

More BJP News