কলকাতা: বাংলায় অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা কমে ৫ হাজারের নীচে নেমে এল৷ গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে মাত্র ২ জনের৷ আক্রান্ত আরও ১৯৪ জন৷ তবে আক্রান্তের তুলনায় সুস্থতার সংখ্যা বেশি৷

শুক্রবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য ভবন বুলেটিনের তথ্য অনুযায়ী,একদিনে রাজ্যে করোনা আক্রান্ত (COVID-19)হয়েছেন ১৯৪ জন৷ বৃহস্পতিবার ছিল ২০৬ জন৷ বুধবার ছিল ২০১ জন৷ সব মিলিয়ে বাংলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লক্ষ ৭০ হাজার ৯৮১ জন৷

রাজ্যে একদিনে মৃত্যু হয়েছে মাত্র ২ জনের৷ বৃহস্পতিবার ছিল ৪ জন৷ বুধবার ছিল ৭ জন৷ তারফলে বাংলায় মোট মৃতের সংখ্যা বেড়ে ১০ হাজার ২১০ জন৷ এদের মধ্যে শুধু কলকাতায় মৃত্যু হয়েছে ৩,০৮০ জনের৷ আর উত্তর ২৪ পরগণার সংখ্যাটা ২,৪৮৬ জন৷

গত ২৪ ঘন্টায় কলকাতা ও উত্তর ২৪ পরগণায় একজন করে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছেন৷ তবে কলকাতাসহ ২৩ টি জেলার মধ্যে ২১ টি জেলাতে গত ২৪ ঘন্টায় কারও মৃত্যু হয়নি৷

তবে চিন্তা বাড়াচ্ছে মৃত্যুহারও ৷ ৪ ফেব্রুয়ারির তথ্য অনুযায়ী, বাংলায় মৃত্যু হার ১ দশমিক ৭৯ শতাংশ৷ তবে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীনের সংখ্যাটা কমে মাত্র ৭৯৩ জন৷ হোম আইসোলেশনে ৪ হাজার ২৯৭ জন৷ আর সেফ হোমে রয়েছেন ৭ জন৷

বাংলায় গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ২৯৭ জন৷ বৃহস্পতিবার ছিল ৩০১ জন৷ বুধবার ছিল ৩০৩ জন৷ সব মিলিয়ে রাজ্যে মোট সুস্থ হয়ে উঠেছেন ৫ লক্ষ ৫৫ হাজার ৭৮৮ জন৷ আর সুস্থতার হার বেড়ে ৯৭.৩৪ শতাংশ৷

একদিনে টেস্ট হয়েছে ২৩ হাজার ১৬৭ টি৷ বৃহস্পতিবার ছিল ২৩ হাজার ৩১টি৷ বুধবার ছিল ২১ হাজার ৮১২ টি৷ ফলে মোট করোনা টেস্ট হয়েছে ৮১ লক্ষের বেশি৷ তথ্য অনুযায়ী ৮১ লক্ষ ০৪ হাজার ৩৩৯ টি৷ ফলে প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় টেস্টের সংখ্যা বেড়ে হল ৯০,০৪৮ জন৷

অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা কমে ৫ হাজারের নিচে৷ তথ্য অনুযায়ী,৪ হাজার ৯৯২ টি৷ বৃহস্পতিবার ছিল ৫ হাজার ৯৭ জন৷ তুলনামূলক ১০৫ জন কম৷ অক্টোবর ২০২০ তে করোনায় অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা ৩৭ হাজার ছাড়িয়ে গিয়েছিল৷ তিনমাস পর সেই সংখ্যাটা কমে ৫ হাজারের নিচে নেমে এল ৷ যা বাংলার স্বস্তি৷

এই মুহূর্তে সরকারি এবং বেসরকারি মিলিয়ে রাজ্যে ১০৩ টি ল্যাবরেটরিতে করোনা টেস্ট হচ্ছে৷ আরও ১ টি ল্যাবরেটরি অপেক্ষায় রয়েছে৷

বি: দ্র: – প্রতিদিন সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য ভবন থেকে যে বুলেটিন প্রকাশিত হয়,সেখানে আগের দিন সকাল ৯ টা থেকে বুলেটিন প্রকাশিত হওয়ার দিন সকাল ৯ টা পর্যন্ত তথ্য উল্লেখ করা হয়৷

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

Caption: Work from Home এর বাস্তব ছবি নিয়ে আলোচনায় মনোরোগ বিশেষজ্ঞ অনিরুদ্ধ দেব।