এদিকে উল্টোডাঙা থেকে পোস্তা পর্যন্ত উড়ালপুল
এদিকে উল্টোডাঙা থেকে পোস্তা পর্যন্ত উড়ালপুল৷ পাইকপাড়া থেকে শিয়ালদা উড়ালপুল৷ গড়িয়া থেকে যাদবপুর পর্যন্ত উড়ালপুল৷ পথচারীদের জন্য পার্কসার্কাস কানেক্টরে স্কাইওয়াক৷ মাঝেরহাট-টালিগঞ্জ ও যাদবপুর-গড়িয়া উড়ালপুল৷ এই প্রকল্পগুলির জন্য আগামী অর্থবর্ষে ২৪৭৫ কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব করা হল৷
সেতুগুলি তৈরি করবে ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে অ্যান্ড ব্রিজ কর্পোরেশন
সেতুগুলি তৈরি করবে ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে অ্যান্ড ব্রিজ কর্পোরেশন৷ পশ্চিমবঙ্গ হাইওয়ে কর্পোরেশনের নাম বদলে এই নতুন কমিশন তৈরি করা হবে৷ আগামী ২ বছরের মধ্যে অন্ডাল বিমান বন্দরকে আন্তর্জাতিক উড়ানের জন্য উপযোগী করে গড়ে তোলা হবে৷ এর জন্য আগামী অর্থবর্ষে ১৫০ কোটি ব্যয়বরাদ্দ করার প্রস্তাব দেওয়া হয়েছে৷
পুরুলিয়া জেলার রঘুনাথপুরে শিল্পনগরী
এছাড়া পুরুলিয়া জেলার রঘুনাথপুরে শিল্পনগরী গড়ে তোলা হবে ২৪৩৯ একর জমির উপর৷ এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে কর্মসুন্দরী প্রকল্প৷ এর জন্য আগামী অর্থবর্ষে ১০০ কোটি টাকা ব্যয় বরাদ্দ করার প্রস্তাব দেওয়া হয়েছে৷ অপরদিকে রাজ্যের পশ্চিম অংশের অনুর্বর জমিতে মাটির সৃষ্টি প্রকল্প চলছে৷ এই প্রকল্পে আগামী বছর আরও ১৪ হাজার একর জমির উপর এই পরিকল্পনা করা হয়েছে৷ এতে কর্মসংস্থান বাড়বে৷
৩৭৩টি পুরনো সেচ ও নিকাশি খালের উপর কংক্রিট সেতু
এদিকে রাজ্যে ৩৭৩টি পুরনো সেচ ও নিকাশি খালগুলির উপর কাঠের সেতুর পরিবর্তে নতুন কংক্রিট সেতু তৈরি হবে৷ পর্যটন শিল্পকে চাঙ্গা করতে ৫০ হাজার থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত ব্যাঙ্ক ঋণ দেওয়া হবে৷ প্রথম বছরে সুদের ৫০ শতাংশ রাজ্য সরকার বহন করবে৷ এর জন্য ১০ কোটি টাকা আগামী অর্থবর্ষে বরাদ্দ করার কথা বলা হয়েছে৷