দেশের দৈনিক করোনা সংক্রমণে সামান্য পতন, বাড়ল দৈনিক সুস্থতার সংখ্যা

দেশের করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণে সামান্য পতন হয়েছে গত ২৪ ঘণ্টা। আক্রান্ত হয়েছেন ১২,৪০৮ জন। গতকাল সেখানে আক্রান্তের সংখ্যা ছিল ১২,৮৯৯ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১,০৮,০২,৫৯১ জন। দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা এখন ১,৫১,৪৬০। দেশে দৈনিক সুস্থতার সংখ্যা বেড়ে হয়েছে ১৫,৮৫৩ জন।

গতকালের থেকে করোনা ভাইরাসের সংক্রমণে সামান্য পতন হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১২, ৪০৮জন। গতকালের চেয়ে প্রায় ৪০০ কমেছে সংক্রমণের সংখ্যা। রাজ্য গুলিতেও করোনা ভাইরাসের সংক্রমণ ধীরে ধীরে কমছে। বাংলায় গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে মাত্র চার জন মারা গিয়েছেন। আক্রান্তের সংখ্যা ক্রমশ কমছে জেলা গুলিতেও।

ইতিমধ্যেই কোভ্যাক্সিনের টিকাকরণ শুরু হয়ে গিয়েছে রাজ্যগুলিতে। পশ্চিমবঙ্গেও চলছেকোভ্যাক্সিনের টিকা করণ। তবে কোভ্যাক্সিনের টিকা নিতে এখনও অনিহা রয়েছে অনেকের মধ্যে। অনেকেই নিতে চাইছেন না কোভ্যাক্সিনের টিকা। এদিকে দ্রুত টিকাকরণের লক্ষ্যমাত্রায় পৌঁছতে রাজ্যগুলিকে গাইডলাইন পাঠিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। তার জন্য রাজ্যগুলিও এখন করোনা টিকাকরণের লক্ষ্য মাত্রায় পৌঁছতে তৎপর হয়ে উঠেছে। ইতিমধ্যে গোটা দেশে ৪৯, ৫৯,৪৪৫ জনের করোনা টিকাকরণ হয়েছে দেশে।

More CORONAVIRUS News