যতই কেন্দ্রীয় বাহিনী চাক, বিজেপি রসগোল্লা পাবে, কটাক্ষ সুখেন্দু শেখরের

যতই কেন্দ্রীয় বাহিনী চাক, ভোটে বিজেপি রসগোল্লা পাবে। নির্বাচন কমিশনে দিলীপ ঘোষদের দাবি নিয়ে কটাক্ষ তৃণমূল কংগ্রেস সাংসদ সুখেন্দুশেখর রায়ের। তিনি কটাক্ষ করে বলেছেন ২০১১ সালেও বিজেপি কেন্দ্রীয় বাহিনী চেয়েছিল। কিন্তু কিছুই করতে পারেনি। মানুষ দেখিয়ে দিয়েছে বিজেপির জায়গা। এবারও তাই হবে বলে মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ।

বিজেপি রসগোল্লা

এবারের বিধানসভা ভোটে বিজেপি রসগোল্লা পাবে। কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ সুখেন্দু শেখর রায়। তিনি কটাক্ষ করে বলেছেন ২০১১ সালেও বিজেপি কেন্দ্রীয় বাহিনী চেয়েছিল। কিন্তু ভোটে কিছুই করতে পারেনি। এবারও বিজেপির সেই হাল করবে বাংলার মানুষ। কেন্দ্রীয় বাহিনী যতই দাবি করুক ভোটে রগোল্লা পাবে বিজেপি।

কেন্দ্রীয় বাহিনীর দাবি

বিধানসভা ভোটের নির্ঘণ্ট এগিয়ে আসছে আঁচ করেই আগেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি। রাজ্যে অনিয়ম আর অশান্তি হতে পারে অভিযোগ করে বাড়তি কেন্দ্রীয় বাহিনী চেয়েছেন দিলীপ ঘোষরা। একই সঙ্গে রাজ্যে পক্ষপাত দুষ্ট অফিসারদের সরানোরও দাবি জানিয়েছেন বিজেপি নেতারা। কমিশনের কাছে একাধিক দাবি নিয়ে শুক্রবার হাজির হয়েছিলেন বিজেপি নেতারা।

১০ দফায় ভোটের দাবি

১০ দফায় রাজ্যে ভোট চেয়েছে দিলীপ। শোনা যাচ্ছিল ৬-৭ দফায় রাজ্যে ভোট করানোর পরিকল্পনায় রয়েছে নির্বাচন কমিশন। কিন্তু বিজেপি দাবি করেছে শাসক দল ওত পেতে রয়েছে অশান্তি ছড়ানোর জন্য সেকারণে শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে তাঁরা ১০ দফায় ভোট চান রাজ্যে। এতে সুষ্ঠু ভাবে ভোট করানো যাবে। পুলিশ-প্রশাসন এবং কমিশনের উপরেও চাপ কম থাকবে। সব দিকে নজরও রাখা যাবে বলে দাবি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের।

কবে ভোট ঘোষণা

মনে করা হচ্ছে ১৬ ফেব্রুয়ারির পরেই রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করবে নির্বাচন কমিশন। বিহার মডেলেই ভোট করানো হবে রাজ্যে।অনলাইনে নেওয়া হবে মনোনয়ন পত্র। তার জন্য রাজ্যের জেলা শাসকদের আগে থেকে প্রশিক্ষণ দেবে কমিশন। অফিসারদের নিয়ে আগে থেকেই সকর্ত করে দিয়েছেন ডেপুটি নির্বাচন কমিশনার। কোনও রকম দুর্নীতি গ্রস্ত অফিসারকে ভোটের কাজে রাখা যাবে না বলে কড়া বার্তা দেওয়া হয়েছে।

'শান্তিপুর না ছাড়লে খুনের জন্যে দায়ী তুমি', দলবদল বিজেপি বিধায়ককে প্রকাশ্যে খুনের হুমকি

More TMC News