চালু করতে হবে ইন্টারনেট, ফেরাতে হবে জলের সংযোগ! চাক্কা জ্যামের প্রস্তুতির মাঝেই সরব কৃষকরা

দশ দফা আলোচনার পরেও এখনও বেরোয়নি রফাসূত্র। এদিকে এখনও কৃষি আইন বাতিলের দাবিতে অনড় প্রতিবাদী কৃষকরা। অন্যদিকে সংস্কারের কথা বললেও কোনোভাবেই আইন বাতিল করা হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছে কেন্দ্র। এমতাবস্থায় কেন্দ্রের উপর চাপ বাড়াতে ৬ ফেব্রুয়ারি দেশব্যারী চাক্কা জ্যাম কর্মসূচির ডাক দেওয়া হয়েছে দিল্লির কৃষক সংগঠনগুলির তরফে। সেই সঙ্গে দিল্লির তিন সীমান্তে দ্রুত মোবাইল সংযোগ স্থাপন ও ইন্টারনেটের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিতে সরব হতে চলছেন আন্দোলনরত কৃষকরা।

ইন্টারনেট সংযোগ চালুর পাশাপশি জলের সংযোগ কেটে দেওয়া, সদ্য পেশ হওয়া বাজেটে কৃষকদের বঞ্চিত করার বিষয়েও আগামীকালের কর্মসূচিতে সরব হতে চলেছেন প্রতিবাদীরা। আগামীকাল দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছেন কৃষক নেতারা। অবরুদ্ধ হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে দেশের সমস্ত গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক। এদিকে চাক্কা জ্যাম ঠেকাতে আগে ভাগেই প্রস্তুতি সেড়ে রাখতে শুরু করেছে কেন্দ্রও।

এদিকে ইতিমধ্যেই আন্তর্জাতি আঙিনাতেও নজর কাড়তে শুরু করেছে দিল্লির কৃষক আন্দোলন। বিক্ষোভস্থলে ইন্টারনেট বন্ধ, জলের সংযোগ কেটে দেওয়ার প্রতিবাদে ইতিমধ্যেই সরব হয়েছে বিশ্বখ্যাত পপস্টার রিহানা, পরিবেশবিদ গ্রেটা থানবার্গের মতো ব্যক্তিত্ব। যা নিয়ে সরগরম আন্তর্জাতিক রাজনৈতিক মহল। এদিকে কৃষি আইনের প্রতিবাদে যখন ফুঁসছে গোটা দেশ তখন অন্যদিকে আন্দোলনকারীদের দমাতে ইতিমধ্যেই রণংদেহি মেজাজে মাঠে নেমেছে দিল্লি পুলিশ। কাঁটাতার, পেরেক, কংক্রিটের পাঁচিল সহ তিন থেকে চার স্তরীয় ব্যারিকেড করা হয়েছে সিঙ্ঘু, গাজীপুর, টিকরি সীমান্তে।

দুয়ারে বাংলার বিধানসভা ভোট, অন্তর্বর্তী বাজেটে চার বড় চমক দিলেন মমতার

More FARMERS PROTEST News