গুপ্তচরদের চিনে ফেরত পাঠানো হয়েছে
এদিকে জানা গিয়েছে, ধৃত গুপ্তচরদের চিনে ফেরত পাঠানো হয়েছে। এই তিন গুপ্তচরের আসল পরিচয়ের উপর থেকে পর্দা ওঠায় ব্রিটিশ গুপ্তচর সংস্থা এমআই৫। এদিকে বিগত কয়েক মাস ধরেই হংকংয়ের উপর চিনা কড়াকড়ির জেরে এমনিতেই ব্রিটেনের সঙ্গে চিনের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে।
চিনের সিজিটিএন চ্যানেলের লাইসেন্স বাতিল
ব্রিটিশ টিভি চ্যানেলের নিয়ন্ত্রক সংস্থা অফকম জানিয়েছে, আমরা সিজিটিএনকে অনেকটা সময় দিয়েছিলাম তাদের এডিটোরিয়াল পলিসি ঠিক করতে এবং আমাদের নিয়ম মেনে চলতে। তবে তারা তা করতে ব্যর্থ হয়েছে। তাই অনেক বিচার বিবেচনার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি যে চিনের সিজিটিএন চ্যানেলের লাইসেন্স বাতিল করতে চলেছে ব্রিটেন। কোনও অপারেটর যদি তাও এই চ্যানেল দেখায়, তাহলে ভআরী জরিমানা ভরতে হবে সেই অপারেটরকে।
চিনের পাল্টা বক্তব্য
এদিকে সিজিটিএন-এর বিরুদ্ধে নিরপেক্ষ না হওয়ার প্রেক্ষিতে তদন্ত শুরু করার ঘোষণাও করেছে অফকম। এর আগে ২০১৯ সালে সিজিটিএন তাদের ইউরোপের শাখার হেডকোয়ার্টার হিসেবে লন্ডনকে বেছে নিয়েছিল। এদিকে লাইসেন্স বাতিলের প্রেক্ষিতে সিজিটিএন বলেছে, 'সিজিটিএন ইংরেজি নিউজ চ্যানেল একটি আন্তর্জাতিক মানে চ্যানেল। আমরা বিশ্বব্যাপী পেশাদারিত্বের সঙ্গে কাজ করে এসেছি।'