তৃণমূল নেতার পদ ইস্তফা
উত্তর দিনাজপুরের তৃণমূল ছাত্র পরিষদের হেমতাবাদ ব্লক সভাপতি সুশোভন গুপ্তর পদত্যাগ করেছেন। একদিকে সুশোভনের দাবি , তিনি দলে সম্মান বা গুরুত্ব পাচ্ছেন না। এদিকে তৃণমূলের দাবি দলের কর্মসূচিতে তাঁকে ডাকা হলেও সুশোভন তাতে অংশ নিতেন না।
বেসুরো নেতাকে নিয়ে তৃণমূলের কোন পদক্ষেপ?
জানা গিয়েছে, দলে ৩ বছর ধরে থাকা সুশোভনের ইস্তফার খবর পেয়েই জেলার সভাপতি অনুপ কর অভিমানী নেতার সঙ্গে কথা বলতে চান । অনুপ কর জানিয়েছেন, জেলা কমিটির সমস্ত স্তরের কর্মসূচিতে এই নেতাদের মর্যাদা দেওয়া হলেও, স্থানীয় স্তরে কিছুটা সমস্যা রয়ে গিয়েছে। তবে ইতি মধ্যেই পুরনো কমিটির মেয়াদ শেষ হয়েছে। নতুন কমিটিতে সুশোভনকে রাখা হবে কি না, তা নিয়ে জল্পনা চড়ছে।
দলবদল নিয়ে জল্পনা ও জেপি নাড্ডার সভা
এদিকে, রাজ্যে আগামীকালই ঝটিকা সফরে আসছেন জেপি নাড্ডা। তার আগে এই পদত্যাগ কি কোনও আভাস দিচ্ছে? এই প্রসঙ্গে জল্পনা থেকেই যাচ্ছে। যদিও সুশোভন গুপ্তের দাবি, তিনি এবিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। দলের কর্মীদের সঙ্গে আলোচনা করে তবেই ভাববেন।
নাড্ডার সফর ও নজরে মালদা
প্রসঙ্গত, লোকসভা ভোটের আগে ইংরেজবাজার, মালদহ দুটি এলাকা থেকেই ভালো রকমের ভোট অঙ্ক নিয়ে বিজেপি জমি পোক্ত করে। সেই জায়গা থেকে এই দুটি জায়গাতেই রয়েছে নাড্ডার সভা। ফলে শনিবারের আগে রাজ্য রাজনীতি ফের একবার জল্পনা , আর অপেক্ষার বুনোট তৈরি করছে।