চেন্নাই: বিরাট কোহলিদের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে শুরুটা ভালই করল ইংল্যান্ড। টস জিতে ইংরেজ অধিনায়ক ব্যাটিং নেওয়ার পর চেন্নাইয়ে এদিন প্রথম টেস্টের শুরুটা দুর্দান্ত করেছিলেন দুই ইংরেজ ওপেনার ডম সিবলে এবং ররি বার্নস। কিন্তু মধ্যাহ্নভোজের বিরতির আগে দ্রুত দুই উইকেট তুলে নিয়ে মর্নিং সেশনটা ইংল্যান্ডের সঙ্গে ভাগ করে নিলেন ভারতীয় বোলাররা।
প্রথম টেস্টের প্রথমদিন মর্নিং সেশনে ২ উইকেট হারিয়ে ৬৭ রান তুলেছে ইংল্যান্ড। দেড়ঘন্টার কিছু বেশি সময় ক্রিজে থেকে ৬০ বলে ৩৩ রান করে অশ্বিনের শিকার হন ররি বার্নস। ২৪তম ওভারে দলীয় ৬৩ রানের মাথায় ফিঙ্গার স্পিনার অশ্বিনকে রিভার্স সুইপ করতে গিয়ে উইকেটরক্ষক ঋষভ পন্তের হাতে ধরা পড়েন ইংরেজ ওপেনার। এরপর নতুন ব্যাটসম্যান ড্যান লরেন্স রানের খাতা খোলার আগেই তাঁকে লেগ-বিফোর উইকেট করে দেশের মাটিতে নিজের প্রথম টেস্ট উইকেটটি সংগ্রহ করেন জসপ্রীত বুমরাহ।
মধ্যাহ্নভোজের বিরুদ্ধে ৯৬ বল খেলে ২৬ রানে অপরাজিত রয়েছেন আরেক ওপেনার ডম সিবলে। সঙ্গে ৫ বলে ৪ রানে অপরাজিত ইংরেজ অধিনায়ক জো রুট। যিনি ভারতের মাটিতে এদিন কেরিয়ারের শততম টেস্ট খেলতে নামলেন। শততম টেস্টে এদিন সকালে টসভাগ্য সঙ্গ দেয় রুটকে। চিপকের ব্যাটিং সহায়ক উইকেটে টস জিতে প্রথমে ব্যাটিং জিতে কোনওরকম ভুলচুক করেননি শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজের সেরা ক্রিকেটার। রুট টস জিতে জানান, ‘সময়ের সঙ্গে সঙ্গে পিচের চরিত্র খারাপ হবে। তাই প্রথম ইনিংসে আমরা পুরো ফায়দাটা নিতে চাই। ভারতের মাটিতে খেলা আমি সবসময় উপভোগ করি। তবে এবার আমাদের চ্যালেঞ্জটা অনেক বড়। আশা করি ছেলেরা চ্যালেঞ্জের স্বাদ চেটেপুটে গ্রহণ করবে।’
দুই ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ এবং ইশান্ত শর্মার পাশে তিন স্পিনার ওয়াশিংটন সুন্দর, রবি অশ্বিন এবং শাহবাজ নাদিমকে প্রথম একাদশে রেখেই চেন্নাইয়ে প্রথম টেস্টে মাঠে নেমেছে টিম ইন্ডিয়া। হাঁটুর ব্যথায় প্রথম টেস্টের স্কোয়াড থেকে বাদ পড়েছেন বাঁ-হাতি স্পিনিং অল-রাউন্ডার অক্ষর প্যাটেল। বৃহস্পতিবার ঐচ্ছিক অনুশীলনের সময় বাঁ-হাঁটুতে হঠাতই ব্যথা অনুভব করেন গুজরাত অল-রাউন্ডার। বিসিসিআই মেডিক্যাল টিমের অধীনে মনিটরিং শুরু হয় অক্ষরের। হাঁটুর ব্যথা সংক্রান্ত বাঁ-হাতি অল-রাউন্ডারের সমস্ত রিপোর্ট হাতে পাওয়ার পর বিসিসিআই’য়ের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় প্রথম টেস্টের দল নির্বাচনের জন্য অক্ষরকে পাওয়ার কোনও অবকাশ নেই।
পরিবর্ত হিসেবে প্রথম টেস্টের জন্য ১৯ জনের স্কোয়াডে প্রবেশ করেন শাহবাজ নাদিম এবং রাহুল চাহার। এদিন অক্ষরের পরিবর্তে একাদশে জায়গা করে নিলেন নাদিম। কেরিয়ারে এটি তাঁর দ্বিতীয় টেস্ট।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.