দেশে তৈরি প্রতিরক্ষা সরঞ্জাম বিদেশেও সরবরাহ করতে প্রস্তুত ভারত

দেশের ঘরোয়া ক্ষেত্রে প্রকিরক্ষা সরঞ্জাম নির্মাণে ভারত আরও বেশি পারদর্শী হতে শুরু করেছে। এই বার্তা বৃহস্পতিবার এক সভায় দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি জানান, ভারত এই মুহূর্তে সেনা সরঞ্জাম বিদেশে পাঠাতেও প্রস্তুত। এক্ষেত্রে তিনি মিসাইল থেকে ট্যাঙ্কের মতো যুদ্ধাস্ত্রের কথা বলেন।

বেঙ্গালুরুতে এইরো স্পেস ইন্ডিার এক অনুষ্ঠানের ফাঁকেই ইন্ডিয়ান ওসান রিজিয়ানের একটি কনক্লেভ আয়োজিত হয়। সেখানে বক্তব্য রেখেই দেশের প্রতিরক্ষা মন্ত্রী একথা জানান। তিনি বলেন, বহু দেশের কাছে ভারত একটি যোগ্য সঙ্গী ও নির্ভরযোগ্য নেট সিকিউরিটি প্রোভাইডার হতে পারে।

এই অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, এয়রো স্পেস -এর মতো অনুষ্ঠান বিদেশের বহু সেনা ও প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা সংস্থাকে সুযোগ দিচ্ছে নিজেদের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার। তিনি বেলন, এছাড়া ভারতও অন্যান্য দেশে ইলেক্ট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম সহ একাধিক সেনা সরঞ্জাম পাঠাতে পারে।

কনক্লেভে রাজনাথ সিং জানান, আইওআর ভূক্ত দেশগুলির মধ্যে সবচেয়ে বেশি উপকূলীয় উপত্যকা রয়েছে ভারতের। আর সেই দিক থেকে ভারত আইওআরের উন্নয়ন ও সমস্ত দেশের শান্তিপূর্ণ সহাবস্থানকে সমর্থন করে।

কৃষকদের ঠেকাতে যেন বার্লিনের প্রাচীর তৈরি করছে কেন্দ্র! কেন্দ্রকে বেনজির আক্রমণ কংগ্রেস সাংসদের

More RAJNATH SINGH News