চেন্নাইয়ে শুরু হয়েছে ভারত ইংল্যান্ড প্রথম টেস্ট। তার আগে দল থেকে ছিটকে গেলেন অক্ষর প্যাটেল। নেপথ্যে চোট আঘাত। দলে এলেন দুই স্ট্যান্ড বাই নদিম ও চাহার।
মনে করা হচ্ছিল রবীন্দ্র জাদেজার পরিবর্ত হিসাবে তিনি চিপকে ভারতের হয়ে মাঠে নামবেন। তবে জাদেজার আদর্শ পরিবর্ত অক্ষর প্যাটেল হতে পারতেন কি না , তা নিয়ে রয়ে যাচ্ছে এখনও দল্পনা। আপাতত চিপকের স্টেডিয়াম থেকে তা বোঝার উপায়ও নেই। কারণ দল থেকে ছিটকে গেলেন অক্ষর প্যাটেল। অক্ষরের ব্যাটের ঝলকানি নিয়েও ক্রিটেট মহলে বিস্তর আলোচনা হয়েছে। তবে তা আপাতত দেখা যাবে না।
অক্ষর ছিটকে যেতেই দলে দুইটি স্পিনার শাহবাজ নদিম ও রাহুল চাহারকে সুযোগ দিয়েছে ভারত।এই দুই ক্রিকেটার স্ট্যান্ডবাই হিসাবে দলের সঙ্গেই অনুশীলন করছিলেন। চিপকে পিচের ধর আঁচ করেই এই দুই ক্রিকেটারকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত।