কৃষকদের বিক্ষোভ কোন রোডম্যাপে এবার থেকে চলবে তার দিশা নির্ধারণ করে দিলেন টিকাইত

কেটে গিয়েছে ২ মাস। এরপরও কৃষকদের আন্দোলন অব্যাহত। ৩ টি কৃষি আইনের বিরোধিতায় গত ২৬ নভেম্বর থেকে দিল্লি সীমান্তে ধরনায় বসেছেন বহু কৃষক। গত ২৬ জানুয়ারি আন্দোলন ঘিরে লালকেল্লার বুকে জাতীয় পতাকার অবমাননা দেখা যায়। এরপর প্রশাসন নেয় ব্যবস্থা। এদিকে নিজেদের দাবিতে অনড় থেকে কৃষক আন্দোলনের নেতা রাকেশ টিকাইত এবার আন্দোলনের নতুন রোডম্যাপ তৈরি করে দিলেন।

রাকেশ টিকাইত জানিয়েছেন, সরকারই চাইছে এমন আন্দোলনকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে। আর সেই দিকে তাকিয়ে একটি ট্র্যাক্টর নিয়ে, ১৫ জন মানুষ, ১০ দিনের জন্য প্রতিটি গ্রামে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার ডাক দিয়েছেন রাকেশ টিকাইত। তিনি জানিয়েছেন, এইভাবে যদি ৭০ বছরও লাগে তাহলেও এই আন্দোলন তাঁরা এগিয়ে নিয়ে যাবেন বলে দাবি করেছেন।

প্রসঙ্গত, এর আগে কৃষকদের সঙ্গে কেন্দ্রের ১১ দফার বৈঠক ব্যর্থ হয়েছে। এখনও পর্যন্ত আদালতের নির্দেশে স্থগিত রয়েছে ৩ টি কৃষি আইন। কেন্দ্র যদিও দাবি করেছে যে তারা দেড় বছরের জন্য এই আইকে সরিয়ে রাখতে রাজি, তবে যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণভাবে এই আই তুলে নেওয়া হচ্ছে , ততক্ষণ নিজের জায়গা ছাড়তে রাজি নয় কৃষকরাও।

কেন নাড্ডার নজরে মালদহ, লোকসভা ভোটে ইংরেজ বাজারের সাফল্যের সমীকরণেই এগোচ্ছে পদ্ম শিবির?

More FARMER News