কলকাতা: আর কিছুক্ষণের মধ্য়েই শুরু হতে চলেছে রাজ্য বাজেট। এ বছর অর্থমন্ত্রীর বদলে বাজেট পড়বেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বছর রাজ্য বাজেটে আরও একটি ব্যতিক্রমী ঘটনা ঘটতে চলেছে। রাজ্যের বাজেট শুরু হওয়ার আগে রাজ্যপাল যে বক্তৃতা দেন, এ বছর তেমন কোনও ঘটনা ঘটনা না। অর্থাৎ বাজেটের আগে বক্তব্য রাখবেন না জগদীপ ধনখড়।
এই নিয়ে যথেষ্ট ক্ষুব্ধ রাজ্যপাল। তিনি সরাসরি ক্ষোভ প্রকাশ করে বলেন, রাজ্য বাজেট শুরুর প্রথম দিন প্রথমে রাজ্যপালের ভাষণ থাকে। কিন্তু এ বছর সেটা থাকছে না। এটা একেবারেই ঠিক হল না। ঘটনাটিকে সংবিধান বিরোধী বলেও মন্তব্য করেন তিনি। রাজ্যপালের এই মত সমর্থন করেছে বিজেপি। শাসকদলের বিরুদ্ধে তোপ দেগে গেরুয়া শিবিরের তরফে জানানো হয়েছে, এটি সম্পূর্ণ অগণতান্ত্রিক ও অসাংবিধানিক কাজ। এটি সরকারের স্বৈরতান্ত্রিক মনোভাবের পরিচয়। সংবিধানের উপর তৃণমূল সরকারে শ্রদ্ধা নেই বলেও কটাক্ষ করে বিজেপি। অন্যদিকে তৃণমূলের তরফ থেকে জানানো হয়েছে, যেহেতু দিলীপ ঘোষের ভাষণ ইদানিং তেমন জোরদার হচ্ছে না তাই রাজ্যপালের ভাষণ সামনে রেখে এগিয়ে চলতে চাইছে বিজেপি।
সূত্রের খবর, এবার রাজ্য বাজেট পেশ করবেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শারীরিক অসুস্থতার কারণে এবার বাজেট পেশ করতে পারবেন না অর্থমন্ত্রী অমিত মিত্র৷ প্রতি অর্থবর্ষের শুরুতেই রাজ্যের আয়-ব্যয়ের খরচের খতিয়ান পেশ করতে হয় বিধানসভায়৷ মূলত অর্থমন্ত্রী এই বাজেট পেশ করেন। তবে ব্যতিক্রমী পরিস্থিতিতে বিধানসভার অধ্যক্ষ চাইলে অন্য কোনও মন্ত্রীও বাজেট পেশ করতে পারেন। এবার মুখ্যমন্ত্রী বাজেট পেশ করবেন,এই মর্মে রাজ্যপালের কাছে অনুমতিও চাওয়া হয়েছে৷ রাজ্যপাল আপত্তি জানাননি বলে খবর।
বিধানসভায় আজ, শুক্রবার রাজ্য বাজেট বা ভোট অন অ্যাকাউন্ট পেশ হবে৷ কেন্দ্রের সাধারণ বাজেটের পর এবার রাজ্য বাজেটে কি চমক থাকছে, সেদিকে তাকিয়ে আছে রাজ্যবাসী৷ কোন কোন জিনিসের দাম কমবে, আর কোন কোন জিনিসের দাম বাড়বে,তা জানা যাবে আগামীকাল বিকেল ৩টের পর৷
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.