কৃষকদের ঠেকাতে যেন বার্লিনের প্রাচীর তৈরি করছে কেন্দ্র! কেন্দ্রকে বেনজির আক্রমণ কংগ্রেস সাংসদের

দিন যত গড়াচ্ছে কৃষক আন্দোলন নিয়ে ক্রমেই কেন্দ্রের উপর চাপ বাড়াচ্ছে বিরোধীরা। এদিকে রিহানা, গ্রেটা থানবার্গের প্রতিবাদের রেশ ধরে ইতিমধ্যেই আন্তর্জাতিক আঙিনাতেও নজর কেড়েছেন দিল্লির প্রতিবাদী কৃষকরা। এবার এই ইস্যুতেই ফের কেন্দ্রকে এক হাত নিতে দেখা গেল কংগ্রেস সাংসদ প্রতাপ সিং বাজওয়াকে।

সুর চড়ালেন কংগ্রেস সাংসদ প্রতাপ সিং বাজওয়া

প্রসঙ্গত উল্লেখ্যে, দিল্লি সামীন্তে কৃষকদের ঠেকাতেই ইতিমধ্যেই কার্যত রণসজ্জা শুরু করেছে সরকার। পুলিশি তত্ত্বাবধানেই তৈরি হয়েছে চার স্তরীয় কংক্রিটের ব্যারিকেড, পোতা হয়েছে সার সার পেরেক গজাল। দেখালে যেকোনো ব্যক্তিরই দিল্লির তিন সীমানাকে আন্তর্জাতিক সীমানা বলে ভুল করতে পারেন। গাজীপুর হোক বা টিকরি, সিঙ্গু চিত্রটা কমবেশি সর্বত্র একই। এবার এই নিয়েই সুর চড়াতে দেখা গেল কংগ্রেস সাংসদ প্রতাপ সিং বাজওয়াকে।

করোনা সঙ্কটকে ঢাল করেই পাশ হয়েছে কৃষি বিল

দিল্লি সীমানার এই দুর্ভেদ্য পুলিশি প্রাচীরকে প্রতাপ সিংকে তুলনা করতে দেখা গেল বার্লিন ওয়ালের সঙ্গে। একইসাথে ‘অগণতান্ত্রিক' পদ্ধতিতে কৃষি বিল পাশ করানোর জন্য কেন্দ্রের তীব্র ভাষায় সমালোচনাও করতে দেখা যায় তাকে। পাশাপাশি করোনা সঙ্কট, লকডাউনে যখন ধুঁকছে দেশ সেই দুর্বল সময়কে হাতিয়ার করে এই নয়া আইন প্রণয়নেরও তীব্র সমালোচনা করতে দেখা যায় তাঁকে।

মোদী সরকারকে তীব্র কটাক্ষ কংগ্রেস সাংসদের

এদিন রাজ্যসভার অধিবেশন চলার সময় এই প্রসঙ্গে বলতে গিয়ে প্রতাপ সিং বলেন, " নিজেদের প্রচেষ্টাতেই প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন কৃষকরা। এমনকী দীর্ঘায়িত আন্দোলন টেনে নিয়ে যাওয়ার জন্ঁয নিজ নিজ গ্রাম থেকে অর্থ সংগ্রহও করছেন তারা।এদিকে যুদ্ধের সময় আমরা বাংলাদেশের বন্দিদের দুবছর পর্যন্ত খাওয়াতে পেরেছি, কিন্তু আমাদের নিজেদের কৃষকদের জলটুকুও দিতে পারছি না। গাজীপুরের ব্যারিকেড দেখে মনে হয় এযেন আদপে বার্লিনের প্রাচীরেরই স্বরূপ।"

রণংদেহি মেজাজে দিল্লি পুলিশ

প্রসঙ্গত উল্লেখ্য, গাজিপুর-মেরঠ হাইওয়ে ধরে উত্তরপ্রদেশ থেকে কৃষকরা দিল্লিতে যাতে ঢুকতে না পারে, তার জন্য ওই হাইওয়ের উপর ইতিমধ্যেই ৪ স্তরীয় নিরাপত্তার দেওয়ালও তোলা হয়েছে। এমনকী ২৬ জানুয়ারির পর থেকে কৃষকদের আন্দোলন স্থলে সঠিক ভাবে জলসরবরাহও নেই বলে জানা যাচ্ছে। অনেক জায়গাতেই জলের লাইন পর্যন্ত কেটে দেওয়া হয়েছে। এমনকী শৌচাগারেও কেটে দেওয়া হয়েছে জলের লাইন।

'শান্তিপুর না ছাড়লে খুনের জন্যে দায়ী তুমি', দলবদল বিজেপি বিধায়ককে প্রকাশ্যে খুনের হুমকি

More CONGRESS News