স্টাফ রিপোর্টার, মালদহ: চলন্ত ট্রেনের সংরক্ষিত কামরায় মহিলাকে কটুক্তি করার অভিযোগ। ঘটনায় সরকারী কর্মীকে আটক করলো মালদহ টাউন স্টেশন জিআরপি।

ঘটনাটি ঘটেছে এনজিপি – হাওড়াগামী ডাউন সরাইঘাট এক্সপ্রেসে। নিজেদের নিরাপত্তার অভাব বোধ করে মালদহ টাউন স্টেশনে ওই ট্রেনটি পৌঁছাতেই যাত্রীরা ব্যাপক বিক্ষোভ দেখাতে থাকেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

জিআরপি সূত্রে জানা গিয়েছে ,কলকাতার বাসিন্দা ২টি পরিবার একসঙ্গে দার্জিলিং ঘুরতে গিয়েছিলেন। গোয়াহাটি থেকে আসা এনজিপি – হাওড়াগামী ডাউন সরাইঘাট ট্রেনের এস-৭ সংরক্ষিত কামড়ায় ওই দুই পরিবার ফিরছিলেন। আর ওই সংরক্ষিত কামরাতেই ছিলেন অভিযুক্ত সরকারী কর্মী। তারই বিরুদ্ধে ট্রেনের কামরায় মদ পান করে মহিলাদের কটুক্তি করার অভিযোগ ওঠে ।

এরপর ওই ট্রেনের কামরায় মহিলাদের মধ্যে ব্যাপক ক্ষোভ বিক্ষোভ শুরু হয়ে যায় । ওই ট্রেনটি রাত সাড়ে এগারোটা নাগাদ মালদহ টাউন স্টেশনে পৌঁছাতেই মহিলা যাত্রীদের অভিযোগের ভিত্তিতে আটক করা হয় ওই জওয়ানকে।

বিক্ষোভকারী মহিলারা বলেন, ” আমরা সংরক্ষিত কামরায় পরিবার নিয়ে ছিলাম‌। আমাদের পাশেই ছিল কেন্দ্রীয় বাহিনীর কর্তব্যরত মধ্যবয়স্ক ওই জাওয়ানটি। উনি আমাদের সামনে মদ পান করেন।তারপরে আমাদের উদ্দেশ্য করে অশালীন আচরণ ও কটুক্তি করেছিলো। ট্রেনটি সামসি থেকে মালদহ টাউন স্টেশন ঢোকার মুহূর্তে প্রায় এক ঘন্টা ধরে চলে এই ধরনের অভাব্য আচরণ। তারপর এই বিষয়টি অন্যান্য যাত্রীদের জানাতেই ক্ষোভ বিক্ষোভ শুরু করি। পরে মালদহ টাউন স্টেশনে পৌঁছানোর পর জিআরপির কাছে মৌখিক অভিযোগ জানানো হয়েছে।”

যাত্রীরা আরও বলেন, “যেহেতু ট্রেনটি নির্দিষ্ট সময়ে ছেড়ে দেয়, তাই সময়ের অভাবে লিখিত অভিযোগ জানাতে পারিনি। হাওড়ায় গিয়ে এব্যাপারে লিখিত অভিযোগ জানানো হয়েছে।”

মালদহ টাউন স্টেশনের জিআরপি’র আইসি ভাস্কর প্রধান জানান ,কলকাতার বাসিন্দা দুই পরিবার মৌখিক অভিযোগ করেছেন। অভিযুক্তকে আটক করা হয়েছে।ঘটনার তদন্ত শুরু হয়েছে।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

Caption: Work from Home এর বাস্তব ছবি নিয়ে আলোচনায় মনোরোগ বিশেষজ্ঞ অনিরুদ্ধ দেব।