স্টাফ রিপোর্টার, মালদহ: নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। এরই মধ্যে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৬ ফেব্রুয়ারি শনিবার মালদহে আসছেন বিজেপির কেন্দ্রীয় সভাপতি জগত প্রকাশ নাড্ডা। ইতিমধ্যে তার প্রস্তুতি শুরু করেছে জেলা বিজেপি। জেপি নাড্ডার রুট তৈরী করেছে বিজেপি। স্বল্প সময়ের অনুষ্ঠানে রথে যাত্রা,কৃষক পরিবারে দুপুরের আহার সারবেন তিনি।
জানা গিয়েছে, শনিবার সকাল ১০,৩০ নাগাদ সর্বভারতীয় বিজেপির সভাপতি জেপি নাড্ডা মালদহ বিমানবন্দরে হেলিকপ্টারের নামবেন। এরপর সেখান থেকে সোজা বাইপাসের ধারে চলে যাবেন কেন্দ্রীয় রিসার্চ ইন্সটিটিউটে। ম্যাংগো উড়িষ্যার ইনস্টিটিউটটি দেখার পর তিনি চলে যাবেন মালদহ সাহাপুরে সেখানে কৃষকদের সঙ্গে মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করবেন। খাবারের মেনুতে থাকছে খিচুড়ি ,আলু ভাজা ও চাটনি। সেখানে কৃষকদের বিভিন্ন সরঞ্জাম নিয়ে ৩ টি স্টল করা হয়েছে। মালদহের কৃষক আমচাষি ও রেশম চাষীদের সঙ্গে সেখানে কথা বলবেন তিনি।
এরপর মালদহ শহরের পোস্ট অফিস মোড়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মু্র্তিতে মালা দিয়ে শহরে রথে চড়ে র্যালি করে রবীন্দ্রনাথের মূর্তিতে মালা দিয়ে আবার হেলিকপ্টারে করে নবদ্বীপের উদ্দেশ্যে রওনা হবেন।
বিজেপির মালদহ জেলার সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডল বলেন, “সামনেই বিধানসভা নির্বাচনে তার আগে এই সফর খুবই রাজনৈতি কভাবে গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে তার প্রস্তুতি শুরু হয়েছে। সর্বভারতীয় সভাপতি শহেরে পোষ্টঅফিস মোর থেকে ৭৫০মিটার রথে করে যাত্রা করবেন। তার শুরু হয়েছে প্রশাসনিক তৎপরতা।”
এদিকে সফরকে ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা করেছে প্রশাসন। ইতিমধ্যে জেলার পুলিশ সুপার সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা যাত্রাপথ ও যেখানে জেপি নাড্ডা যাবে সেই রুটগুলি ঘুরে দেখেছেন।
তবে বিজেপি সূত্রে খবর, নব্দ্বীপে জেপি নাড্ডার রাজনৈতিক কর্মসূচীর চূড়ান্ত তালিকা এখনও প্রকাশ হয়নি। যদিও মালদহ হয়ে নবদ্বীপের স্থানীয় চটির মাঠেই নামবে নাড্ডার হেলিকপ্টার।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.