৩৩০ দিন! ইংল্যান্ড সিরিজের হাত ধরে ভারতে ফের আন্তর্জাতিক ক্রিকেটে ঢাকে কাঠি!

২০২০ সালের জানুয়ারিতে দেশের মাটিতে শেষবার বাইশ গজে নেমেছিল ভারতীয় ক্রিকেট দল। করোনা ভাইরাসের প্রভাব বাড়তেই ভারতে বন্ধ হয়েছিল সব ধরনের ক্রিকেট। সেই থেকে প্রায় এক বছর পর দেশের মাঠে ফের আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নামছেন বিরাট কোহলিরা। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের হাত ধরে সেই প্রক্রিয়া শুরু হতে চলেছে।

২০২০-এর জানুয়ারিতে শেষ

২০২০ সালের জানুয়ারি মাসে ভারতে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলতে এসেছিল অস্ট্রেলিয়া। ১৯ জানুয়ারি দুই দলের মধ্যে শেষ ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। মার্চে ভারতে ওয়ান ডে ক্রিকেট খেলতে এসেছিল দক্ষিণ আফ্রিকা। করোনা ভাইরাসের আবহে ধর্মশালায় সিরিজের প্রথম টেস্ট খেলার মতো পরিস্থিতি থাকলেও বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গিয়েছিল। অতিমারীর জেরে সিরিজের শেষ দুটি ম্যাচ বাতিল করা হয়েছিল। এরপর থেকে প্রায় ১১ মাস বা ৩৩০ দিন ভারতে আরও কোনও আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ হয়নি। সৌজন্যে কোভিড ১৯।

দেশের বাইরে আইপিএল

আন্তর্জাতিক ক্রিকেট তো দূর, করোনা ভাইরাসের আবহে দেশের মাটিতে জনপ্রিয় আইপিএলের ১৩তম সংস্করণ আয়োজন করতে পারেনি বিসিসিআই। প্রশাসনের নির্দেশ মেনে সংযুক্ত আরব আমিরশাহীতে হয়েছিল ২০২০ সালের অন্যতম জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ। ইচ্ছা না থাকলেও বাড়ি বসে টিভির পর্দায় প্রিয় তারকাদের বিক্রম প্রত্যক্ষ করতে হয়েছিল ভারতীয় ক্রিকেট প্রেমীদের। সেই তাঁরাই ভারত ও ইংল্যান্ডের মধ্যে শুরু হতে চলা টেস্ট সিরিজের জন্য অধীর আগ্রহ করছেন। কারণ প্রায় এক বছর পর দেশে ফের চালু হতে চলেছে আন্তর্জাতিক ক্রিকেট।

আত্মবিশ্বাস তুঙ্গে

ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে টেস্ট সিরিজ হারিয়েছে ভারতীয় ক্রিকেট দল। বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম ম্যাচ হেরে গিয়েও দুর্দান্ত কামব্যাক ঘটিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে টিম ইন্ডিয়া। ফলে দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটের প্রত্যাবর্তন যে ধামাকাদার হতে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না।

মুখোমুখি ইংল্যান্ড

চার ম্যাচের টেস্ট, পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলতে ভারতে এসেছে ইংল্যান্ড ক্রিকেট দল। আর কয়েক ঘণ্টার মধ্যেই দুই দলের মধ্যে প্রথম টেস্ট শুরু হবে। চেন্নাইয়ের চিপকের এমএ চিদম্বরম স্টেডিয়ামে হবে খেলা। যার নাম ইতিহাসে উঠতে চলেছে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ

আসন্ন ভারত বনাম ইংল্যান্ড সিরিজের ফলাফলের ওপর আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ফাইনালিস্টের নির্বাচন নিশ্চিত হবে। প্রথম দল হিসেবে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে পৌঁছে গিয়েছে নিউজিল্যান্ড। তাদের প্রতিপক্ষ হওয়ার দৌড়ে যে ভারতই এগিয়ে, তা বলছে সংখ্যাতত্ত্ব।

একজনের বাগদান, একজনের বিয়ে, রাজস্থান রয়্যালস শিবিরে খুশির হাওয়া

More INDIA VS ENGLAND 2021 News