লিভারপুলের হার
ঘরের মাঠ অ্যানফিল্ড এরিনাতে ব্রিঘটনের বিরুদ্ধে প্রিমিয়ার লিগের অতি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নেমেছিল লিভারপুল। ম্যাচে গোল দিতে পারেননি মহম্মদ সালাহ, সাদিও মানেরা। উল্টে এক গোলে হেরে মাঠ ছাড়তে হয় য়ুর্গ্যান ক্লপের দলকে। জয়ী দলের হয়ে ৫৬ মিনিটের মাথায় গোল দেন স্টিভেন আলজাটে।
ফের নামল লিভারপুল
এই হারের পর প্রিমিয়ার লিগ তালিকায় এক ধাপ নেমে গেল লিভারপুল। ২২ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে অবস্থান করছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
ম্যান সিটি ও এভারটনের জয়
প্রিমিয়ার লিগের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে ম্যাঞ্চেস্টার সিটির দাপটে উড়ে গেল বার্নলি। ২-০ গোলে ম্যাচ জেতে ম্যান সিটি। জয়ী দলের হয়ে তিন মিনিটের মাথায় প্রথম গোল করেন গ্যাব্রিয়াল জেসুস। ৩৮ মিনিটে দ্বিতীয় গোল করেন রাহিম স্টারলিং। অন্যদিকে হাড্ডাহাড্ডি ম্যাচে লিডস ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে এভারটন।
জায়গা ধরে রাখল ম্যান সিটি
দুর্দান্ত জয় হাসিলের মাধ্যমে প্রিমিয়ার লিগ তালিকার শীর্ষ স্থান ধরে রাখল ম্যাঞ্চেস্টার সিটি। ২১ ম্যাচ খেলে ৪৭ পয়েন্ট অর্জন করেছে সিটি। ২২ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ২২ ম্যাচ খেলে ৪২ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগ তালিকার তৃতীয় স্থানে রয়েছে লেস্টার সিটি।