মেলবোর্ন: টুর্নামেন্ট শুরুর কয়েকঘন্টা আগে অস্ট্রেলিয়ান ওপেনে কোর্টে নামা নিয়ে সংশয় তৈরি হল রাফায়েল নাদালের। বছরের শুরুতে রড লেভার এরিনায় রেকর্ড ছোঁয়ার হাতছানি স্প্যানিশ টেনিস মায়েস্ত্রোর সামনে। অথচ রজার ফেডেরাররকে টপকে ২১তম মেজরের লক্ষ্যে পথ চলা শুরু করার আগে পিঠের ব্যথায় কাবু নাদাল নিজেকে সরিয়ে নিলেন প্রস্তুতি টুর্নামেন্ট এটিপি কাপ থেকে। যা উদ্বেগ বাড়িয়েছে নাদাল অনুরাগীদের।
মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এটিপি কাপে স্পেনের ওপেনিং ম্যাচে কোর্টে নামেননি নাদাল। এরপর শুক্রবার গ্রীসের বিরুদ্ধে শুক্রবার সূচি ঘোষিত হওয়ার সময়ও অনুপস্থিত ছিলেন বছরের চৌত্রিশের টেনিস তারকা। নাদাল স্প্যানিশ ব্রডকাস্টার ভ্যামোসকে জানিয়েছেন, ‘আমি খেলার মত পুরোপুরি সুস্থ অবস্থায় নেই। খুব ধীরে ধীরে উন্নতি করছি কিন্তু সেরাটা দিয়ে খেলার মত পরিস্থিতিতে এখনও পৌঁছয়নি। উল্লেখ্য, গত ২১ নভেম্বর লন্ডনে এটিপি ফাইনালসের সেমিফাইনালের পর আর কোনও প্রতিযোগীতামূলক ম্যাচ খেলেননি নাদাল। স্বাভাবিকভাবেই অস্ট্রেলিয়ান ওপেনে কোর্টে নামতে পারলেও নাদালের ফিটনেস নিয়েও থেকে যাবে একটা বড়সড় প্রশ্ন।
উল্লেখ্য, বৃহস্পতিবার অস্ট্রেলিয়ান ওপেনের সমস্ত প্রস্তুতি টুর্নামেন্টের সকল ম্যাচ বাতিল হওয়ায় সুস্থ হওয়ার জন্য একদিন হাতে পেয়েছিলেন নাদাল। কিন্তু তা যথেষ্ট ছিল না স্প্যানিয়ার্ডের জন্য। নাদালের অনুপস্থিতিতে শুক্রবার গ্রীসের বিরুদ্ধে স্পেনের হয়ে চ্যালেঞ্জ সামলাবেন পাবলো ক্যারেনো বুস্তা এবং রবার্তো বাতিস্তা আগাত। কেরিয়ারে ২০টি মেজর জিতলেও রড লেভার এরিনায় ২০০৯ পর দ্বিতীয়বারের জন্য আর মেজর জেতেননি নাদাল। দীর্ঘ ১২ বছরের খরা কাটিয়ে চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেন জিততে পারলে ফেডেরারকে টপকে ২১টি গ্র্যান্ড স্ল্যাম জিতে ইতিহাস গড়বেন ক্লে-কোর্টের নায়ক।
এদিকে প্লেয়ার এবং সাপোর্ট স্টাফদের জন্য বরাদ্দ হোটেলের এক কর্মী করোনা আক্রান্ত হওয়ায় নতুন করে করোনাতঙ্কের সৃষ্টি হয়েছে অস্ট্রেলিয়ান ওপেনে। ওই কর্মীর সংস্পর্শে থাকার কারণে প্রতিযোগী এবং সাপোর্ট সহ প্রায় ৬০০ জনকে পুনরায় প্রবেশ করতে হল আইসোলেশনে। এদিন নতুন করে তাদের শরীরে ফের কোভিড পরীক্ষা হয়, সেই পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলে তবেই মিলবে নিষ্কৃতি। ফলে বৃহস্পতিবার এটিপি এবং ডব্লুটিএ মিলিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ছ’টি প্রস্তুতি টুর্নামেন্ট সমস্ত ম্যাচ বন্ধ রাখতে হল মেলবোর্ন পার্কে।
গত ২৮ দিন স্থানীয় কোনও বাসিন্দার শরীরে নতুন করে করোনা সংক্রমণ হয়নি ভিক্টোরিয়া প্রদেশে। কিন্তু অস্ট্রেলিয়ান ওপেনের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট হোটেল কর্মীর করোনা আক্রান্ত হওয়ার ঘটনায় নতুন করে বিধিনিষেধ আরোপিত হয়েছে ভিক্টোরিয়া প্রদেশে।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.