চেন্নাই: গত কয়েক সপ্তাহ ধরে বিশ্ব সবচেয়ে চর্চিত নাম ঋষভ পন্ত৷ অস্ট্রেলিয়ায় ভারতের টেস্ট সিরিজ জয়ের নায়ক৷ চিপকে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে টিম ইন্ডিয়ার উইকেটকিপিংয়ের দায়িত্ব থাকছে পন্তের উপর৷ প্রাক্ ম্যাচ সাংবাদিক বৈঠকে এমনটা জানিয়ে দিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি৷
শুক্রবার চিপকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড সিরিজের প্রথম টেস্ট৷ চিপকে ঋদ্ধিমান সাহা নয়, পন্তই ভারতের উইকেটকিপিংয়ের দায়িত্বে৷ ভালো উইকেটকিপার নয়, ভালো ব্যাটসম্যান পন্তকে খেলাচ্ছে ভারত৷ কোহলি বলেন, ‘আগামিকাল পন্তই শুরু করবে৷ অস্ট্রেলিয়ায় ও দারুণ প্রভাব ফেলেছে৷ আমরা চাই, ও সেটা ধরে রাখুক৷’
অস্ট্রেলিয়ায় ভারতের সিরিজ জয়ের অন্যতম নায়ক পন্ত৷ সিরিজের প্রথম টেস্টে দলে জায়গা না-হওয়া পন্তের ব্যাটেই সিরিজ জেতে টিম ইন্ডিয়া৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে পন্তের পরিবর্তে ঋদ্ধিমানকে খেলিয়েছিল ভারতীয় থিঙ্কট্যাঙ্ক৷ কিন্তু অ্যাডিলেড ওভালে ব্যর্থ হওয়ার পর মেলবোর্নে ঋদ্ধিকে বসিয়ে পন্তকে খেলায় রাহানে-শাস্ত্রী জুটি৷
মেলবোর্নে সেভাবে নিজেকে মেলে ধরতে না-পারলেও সিডনি ও ব্রিসবেন টেস্টে দারুণ ব্যাটিং করেন পন্ত৷ সিডনিতে পন্তের ৯৭ রানের দুরন্ত ইনিংসে ম্যাচ ড্র করে ভারত৷ গাব্বায় সিরিজের শেষ টেস্টে তাঁর ৮৯ রানের অপরাজিত ইনিংস ইতিহাস রচনা করে৷ গাব্বায় রেকর্ড ৩২৮ রান তাড়া করে টেস্ট জেতে ভারত৷ পাশাপাশি ব্রিসবেনে প্রথমবার টেস্ট জয়ের স্বাদ পায় টিম ইন্ডিয়া৷ গাব্বায় জেতায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার টেস্টের সিরিজ ২-১ জিতে নেয় ভারত৷
অজি ‘বধ’ করে বাইশ গজে ইংরেজদের শাসন করার লক্ষ্যে মাঠে নামছে ভারত৷ তবে নেতৃত্বের ব্যাটন অজিঙ্ক রাহানের হাত থেকে কোহলির হাতে হস্তান্তরিত হয়েছে৷ তবে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার আগে অস্ট্রেলিয়ায় সিরিজ জয়ে রাহানের নেতৃত্বের প্রশংসা করেন বিরাট৷ ইংল্যান্ডের বিরুদ্ধে চার টেস্টের সিরিজের প্রথম দু’টি টেস্ট হবে চিপকে৷ বাকি দু’টি টেস্ট হবে আমদাবাদে মোতেরা স্টেডিয়ামে৷
তবে চিপকের পিচ সম্পর্কে কোহলি বলেন, ‘চিপকের পিচ ব্যাটিং সহায়ক৷ তবে এখানে পেস বোলাররাও সাহায্য পাবে৷ অতীতেও যেমনটা দেখা গিয়েছে, এবারও তেমনই হবে৷’ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেড ওভালে প্রথম টেস্টের পর শুক্রবার ফের ভারতীয় দলের জার্সিতে ফিরছেন কোহলি৷
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.