অভিষেকের সঙ্গে আরজেডির কথা
লালু প্রসাদের দল আরজেডির প্রতিনিধিদের সঙ্গে ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা হয়েছে বলে খবর। আরজেডির তরফে দাবি, রাজ্য থেকে বিজেপিকে উৎখাত করতেই তাঁদের সঙ্গে অভিষেকের কথা হয়েছে। কথা হয়েছে জোট সম্ভাবনা নিয়েও। তবে আসন রফা এখনও আলোচনায় আসেনি।
সৌগত-শরদ বৈঠক
এদিকে সূত্রের দাবি, দিল্লিতে এনসিপির শরদ পাওয়ারের সঙ্গে বৈঠকে বসেছেন তৃণমূলের সৌগত রায়। শোনা যাচ্ছে এক হাইভোল্টেজ বৈঠকে বাংলায় তৃণমূলের সঙ্গে মহাজোট গড়ে এগিয়ে যেতে চাইছে এনসিপি। আর সেই মর্মেই এই বৈঠক।
আরও এক জাতীয় রাজনৈতিক দল মমতার সাথে যেতে চায়?
এদিকে বাংলার ভোটের দিকে তাকিয়ে রয়েছে উত্তরপ্রদেশের যাদব শিবিরের সমাজবাদী পার্টি। দলের নেতা অখিলেশের সঙ্গে মমতার সুসম্পর্কের কথা অনেকেই জানেন। এদিকে, শোনা যাচ্ছে কলকাতা সফরে এসে অখিলেশ মমতার সঙ্গে দেখা করে জোট সম্ভাবনা নিয়ে কথা বলতে পারেন।
'গিভ অ্যান্ড টেক পলিসি' ও জোট
প্রসঙ্গত, মমতার সঙ্গে যেমন গোবলয়ের দলগুলি হাত মেলাতে চাইছে, তেমনই ২০২২ সালে উত্তরপ্রদেশ নির্বাচনের দিকেও তাকিয়ে রয়েছে তৃণমূল। ফলে ২০২১ সালে যদি বাংলায় এই গোবলয়ের দলগুলি ভোট ময়দানে নামে, মমতার হাত ধরে, তাহলে ২০২২ সালে উত্তরপ্রদেশ নির্বাচনে মমতার দল কিছুটা হলেও নিশানা তাক করতে পারবে।
মহাজোট আখেরে কি লাভ এনে দেবে মমতাকে?
এদিকে প্রশ্ন উঠছে, মহাজোট কি আখেরে মমতাকে লাভ এনে দেব? সেই জায়গা থেকে রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, বাংলায় এনসিপি বা আরজেডির সেভাবে প্রভাব নেই। প্রবাব নেই সপারও। তবে বিজেপির থেকে বাংলার হিন্দিভাষী বলয়ের ভোট কাটতে এরা কার্যকরী অস্ত্র মমতার হাতে তুলে দেবে। যার হাত ধরে জাতীয় রাজনীতিতেও এই পার্টিগুলির সঙ্গে মমতার সখ্যতা ২০২৪ ভোটে তৃণমূলকে পিচ শক্ত করতে সাহায্য় করবে।