আজকের দিনে স্মার্ট ফোন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যে কোন কাজই হোক না কেন তা আজকের দিনে স্মার্ট ফোনের সাহায্যে সম্ভব। আর সেই কারণেই একাধিক কোম্পানির তরফে বাজারে আনা হয়েছে একের পর এক স্মার্ট ফোন। যা সুবিধা দিয়েছে সাধারণ মানুষদের। পাশপাশি বিভিন্ন ধরনের মানুষের কথা ভেবে আনা হয়েছে একের পর এক ফোন।
এক ঝলকে দেখে নেওয়া যাক ২৫ হাজারের মধ্যে এই মুহূর্তে বাজারে কি কি ফোন রয়েছে। ভারতের বাজারে এই মুহূর্তে রয়েছে অনেপ্লুস নরদ. এই ফোনের দাম 24999 টাকা. এই ফোনে থাকবে 6.44 ইঞ্চির ডিসপ্লের সুবিধা. তাঁর সঙ্গে থাকবে qualcomm snapdragon 765g এর সুবিধা। এছাড়া এই ফোনে থাকবে ১২ জিবি র্যামের সুবিধা। এছাড়া রয়েছে xiaomi mi 10i । এই ফোনের দাম রাখা হয়েছে ২১৯৯৯ টাকা। এই ফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চি ডিসপ্লের সুবিধা। সঙ্গে থাকবে qualcomm snapdragon 750g এর সুবিধাও। এছাড়াও থাকবে ৬ জিবি র্যামের সুবিধা।
অন্যদিকে রয়েছে vivo v20e ফোন। এই ফোনের দাম রাখা হয়েছে ২০৯৯০ টাকা। এই ফোনে থাকবে ৬.৪৪ ইঞ্চি ডিসপ্লের সুবিধা। সঙ্গে থাকবে ৬.৪ ইঞ্চি ডিসপ্লের সুবিধা। এছাড়া এই ফোনে থাকবে qualcomm snapdragon 665 প্রসেসরের সুবিধা। এই ফোনে থাকবে ৮ জিবি র্যামের সুবিধাও। এছাড়া এই ফোনে থাকবে উন্নত ক্যামেরার সুবিধা। এছাড়া রয়েছে vivo v20।
এই ফোনের দাম রাখা হয়েছে ২৪৯৬৯ টাকার সুবিধা। এই ফোনে থাকবে ৬.৪৪ ইঞ্চি ডিসপ্লের সুবিধা। জনপ্রিয় স্যামসং এর তরফে রয়েছে samsung galaxy m51. এই ফোনের দাম ২২৯৯৯ টাকা। এই ফোনে থাকবে ৬.৭০ ইঞ্চি ডিসপ্লের সুবিধা। সঙ্গে থাকবে qualcomm snapdragon 730g এর সুবিধা। এছাড়াও এই মুহূর্তে বাজারে রয়েছে একের পর এক ফোন। যা সুবিধা দিয়েছে ক্রেতাদের। পাশপাশি সাধারণ মানুষজন নিজেদের সুবিধামত ফোন কিনতে পারছেন এই মুহূর্তে বাজার থেকে। যা যথেষ্ট গুরুত্বপূর্ণ এই মুহূর্তে ।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.