করোনা আবহে ভোটমুখী বাংলায় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা কবে হবে এই নিয়ে জল্পনা শুরু হয়েছিল। অনিশ্চয়তায় ভুগছিলেন রাজ্যের পড়ুয়ারা। তারপরেই তাঁদের উদ্বেগ দূর করল পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রেন্স বোর্ড। ১১ জুলাই থেকে রাজ্যে হবে পরীক্ষা। দিন ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। তবে এবার পরীক্ষা হলে বসেই হবে। রেজিস্ট্রেশন হবে অনলাইনে।
ধীরে ধীরে ছন্দে ফিরছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা। ১২ ফেব্রুয়ারি থেকে রাজ্যের স্কুলগুলি খোলার কথা জানিয়েছে শিক্ষা দফতর। নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাস হওয়ার কথা। কলেজ বিশ্ববিদ্যালয় অবশ্য এখনই খুলছে না। কেবলমাত্র গবেষণাগার খোলা থাকবে। ইতিমধ্যেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন ঘোষণা হয়ে গিয়েছে। ভোটের পরেই হবে সব পরীক্ষা। তাই হাতে অনেকটাই সময় পাচ্ছেন ছাত্রছাত্রীরা।
এদিকে জয়েন্ট পরীক্ষাও ভোটের পরেই হবে বলে জানিয়েছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। পরীক্ষার্থীদের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য নিজের নাম নথিভুক্ত করতে হবে। করোনা বিধি মেনেই পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছে বোর্ড। ছাত্রছাত্রীদেরও সতর্কতা অবলম্বর করে পরীক্ষা দিতে হবে। গতবছর ২ ফেব্রুয়ারি জয়েন্ট পরীক্ষা হয়েছিল রাজ্যে। কিন্তু করোনার কারণে ফল প্রকাশ করতে অনেক দেরি হয়ে গিয়েছিল।
দিল্লির চেয়ার থরথর করে কাঁপবে! তৃণমূলের লক্ষ্য কত আসন জানালেন অভিষেক