'যদি আগামিকাল রজনীকান্ত সিদ্ধান্ত নেন...', থালাইভার মত বদলে ঝড় তামিল রাজনীতিতে!

রজনীকান্ত কখনও বলেননি যে তিনি 'কোনও দিন' রাজনীতিতে ফিরবেন না, তিনি শুধু জানান এই মুহূর্তে নির্বাচনের আগে রাজনীতিতে তিনি ঢুকছেন না। এমনটাই জানালেন রজনীকান্তের অ্যাসোসিয়েট তথা গান্ধীয়া মক্কল ইয়াক্কমের প্রতিষ্ঠাতা তামিলারুভি মণিয়ান। উল্লেখ্য রজনীর মাক্কাল মান্দ্রাম ভেঙে দেওয়ার পর নতুন এই সংগঠন গড়া হয়। এই বিষয়ে মণিয়ন জানান, ভবিষ্যতে রজনী যখনই রাজনীতিতে আসবেন, তখনই তাঁর দল রজনীর সঙ্গে কাজ করবে।

তাঁকে কষ্ট না দেওয়ার জন্য অনুরাগীদের কাছে অনুরোধ

নতুন বছরেই রাজনীতিতে পা রাখার কথা ছিল রজনীকান্তের। কিন্তু, কোনও রাজনৈতিক দল গঠন করবেন না বলে গত বছরের শেষেই জানিয়ে দেন তিনি। যদিও তাঁর এই সিদ্ধান্তে একেবারেই খুশি নন অনুরাগীরা। তিনি যাতে রাজনীতিতে যোগ দেন তার জন্য গতকাল রাজ্যের বিভিন্ন প্রান্তে তাঁর অনুরাগীরা বিক্ষোভ দেখান। তবে এভাবে বার বার রাজনীতিতে যোগ দেওয়ার অনুরোধ করে তাঁকে কষ্ট না দেওয়ার জন্য অনুরাগীদের কাছে অনুরোধ করেছিলেন তিনি।

থালাইভার রাজনীতির ময়দানে নামার ইচ্ছে

রাজনীতির ময়দানে নামার ইচ্ছেটা সুপ্তভাবে রজনীকান্তের মনের মধ্যেই প্রথম থেকেই ছিল। আর সেই কারণে গত বছর নভেম্বরে চেন্নাইতে তাঁর সংগঠন রজনী মাক্কাল মান্দ্রামের জেলা সম্পাদক সহ ৫২ জনকে নিয়ে বৈঠক করেছিলেন। নির্বাচনী রাজনীতিতে নামার ব্যাপারেও কথা হয়েছিল বলে জানা গিয়েছে। এরপরই ডিসেম্বরের শুরুর দিকে জানান, নতুন রাজনৈতিক দল গঠন করতে চলেছেন। ৩১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে এই দলের কথা ঘোষণা করবেন।

শরীর খারাপ হয় রজনীর

কিন্তু তাঁর সেই ইচ্ছের পথে অন্তরায় হয়ে দাঁড়ায় শরীর। হায়দরাবাদে পরবর্তী ছবি 'আন্নাথে'-র শুটিং চলাকালীন রক্তচাপ ওঠানামার সমস্যা নিয়ে হাসপাতালে ভরতি হন তিনি। দু'দিন শহরের একটি হাসপাতালে ভরতি থাকার পর চেন্নাইতে নিজের বাড়িতে চলে যান। তারপরই রাজনীতিতে পা রাখবেন না বলে অনুরাগীদের জানিয়ে দেন তিনি।

'অনেক দুঃখের সঙ্গে জানাচ্ছি...'

একটি বিবৃতিতে তিনি বলেন, 'অনেক দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমি রাজনীতিতে পা রাখছি না। এই কথা ঘোষণা করতে গিয়ে আমার যে কতটা খারাপ লাগছে সেটা আমিই জানি। রাজনীতিতে প্রবেশ না করেও আমি সাধারণ মানুষের জন্য অনেক কিছুই করতে পারি। আমার এই সিদ্ধান্ত অনুরাগী ও আমজনতাকে যে আশাহত করেছে তা আমি জানি। দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন। হাসপাতালে ভরতি হওয়াটা ঈশ্বরের সাবধানবাণী। করোনা পরিস্থিতি আমার শরীরের উপরে প্রভাব ফেলতে পারে।'

'রাজনীতিতে কেন যোগ দিতে পারব না... '

যদিও থালাইভার এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি অনুরাগীরা। আর সেই কারণে গতকাল চেন্নাইয়ের বিভিন্ন জায়গাতে বিক্ষোভ দেখান তাঁরা। এদিকে অনুরাগীদের এই ধরনের আচরণে খুবই কষ্ট পেয়েছেন বলে জানিয়েছেন রজনীকান্ত। এ প্রসঙ্গে একটি বিবৃতিতে তিনি বলেন, 'রাজনীতিতে কেন যোগ দিতে পারব না সেই কারণগুলো আগেই বিস্তারিতভাবে জানিয়েছি। আমি আমার সিদ্ধান্ত জানিয়েছি। দয়া করে আমাকে বারবার একই অনুরোধ করে কষ্ট দেবেন না। অত্যন্ত শৃঙ্খলাবদ্ধভাবে এই অনুষ্ঠান করার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।'

More RAJINIKANTH News